প্রথমবার হিন্দি ছবি করছেন সত্যজিৎ রায়, থাকছেন সঞ্জীবকুমার
স্টুডিয়ো সংবাদদাতা: কলকাতার ইন্দ্রপুরী স্টুডিয়োতে তাঁর প্রথম হিন্দি ছবির শুটিং শুরু করতে চলেছেন সত্যজিৎ রায় (Satyajit Ray)। ছবির নাম ‘শতরঞ্জ কে খিলাড়ী’ (Shatranj Ke Khilari), তোলা হবে ইস্টম্যানকালারে। মদ্রাজে (চেন্নাই) ছবিটা প্রোসেস করা হবে। ‘শতরঞ্জ কে খিলাড়ী’র কাহিনিকার হলেন হিন্দি সাহিত্যের দিকপাল লেখক মুন্সী প্রেমচাঁদ।
১৮৫৬ সালের পটভূমিতে কাহিনির বিস্তার। স্থান অযোধ্যা। সেই সময় অযোধ্যার শাসক ছিলেন ওয়াজেদ আলি শাহ, যিনি কবি ও গীতিকার হিসেবেও বিশেষ পরিচিত ছিলেন। ওই চরিত্রে রূপ দিচ্ছেন আমজাদ খান (Amjad Khan)। চরিত্রটির সঙ্গে আমজাদের সামঞ্জস্য এবং তাঁর দূরন্ত অভিনয়দক্ষতার জন্যই সত্যজিৎ তাঁকে মনোনীত করেছেন। তবে আমজাদকে যে ভূমিকায় দর্শক দেখে অভ্যস্ত এবং মুগ্ধ, তার থেকে এই চরিত্রটি সম্পূর্ণ স্বতন্ত্র। ওয়াজেদের প্রতিপক্ষ জেনারেল আউটরামের ভূমিকায় থাকবেন ব্রিটেনের বিশিষ্ট অভিনেতা ও পরিচালক রিচার্ড অ্যাটেনবরো।
আরও পড়ুন: ‘সুচিত্রা সেন সুন্দরী নয়, ফটোজেনিক ছিল’
ছবির আর দুটি মুখ্য চরিত্র হলো দু’জন জায়গীরদার। দু’জনেই নেশাগ্রস্ত দাবাড়ু। ওই ভূমিকায় অভিনয় করছেন যথাক্রমে সঞ্জীবকুমার (মির্জ়া) ও সঈদ জাফরী (মীর)। দুটি চরিত্রই স্বাতন্ত্রে চিহ্নিত এবং নাটকীয়। শবানা আজ়মী ও ফরিদা জলাল যথাক্রমে সঞ্জীবকুমার ও সঈদ জাফরীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। ছাত্রাবস্থায় দিল্লিতে থাকাকালীন সঈদ জাফরী থিয়েটার ও রেডিয়োর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। লন্ডনে থেকে সেখানকার চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।
কলকাতা ও বোম্বের (মুম্বই) ইংরেজি নাটকের দলগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ভিক্টর বন্দ্যোপাধ্যায় এ ছবিতে অবধের প্রধানমন্ত্রী আলি নকী খানের চরিত্রে অভিনয় করছেন। এছাড়া রয়েছেন টম অলটার, ব্যারি জন, ফরুখ শেখ, ডেভিড, আগা, বীণা ও লীলা মিশ্র।
আরও পড়ুন: ‘অতটা অ্যাপিল করেনি উত্তমকুমারের অভিনয়’
অন্যান্য ছবির মতো ‘শতরঞ্জ কে খিলাড়ী’র চিত্রনাট্যও সত্যজিৎ নিজেই তৈরি করেছেন। এ ছবির সুরকারও তিনি। সত্যজিতের লেখা ইংরেজি সংলাপ রূপান্তরকরণের দায়িত্ব নিয়েছেন জাভেদ সিদ্দিকী, সহযোগিতায় শ্যামা জ়ইদি। তিনি ছবির কস্টিউম ডিজ়াইনিংয়ের দায়িত্বও নিয়েছেন।
ছবির ঘটনাকাল অনুযায়ী তার সেট, অর্থাৎ নবাবী আমলের পরিবেশ ও তৎকালীন ব্রিটিশ শাসনের পরিবেশ, আদব-কায়দার সঙ্গে তাদের ঘরদোর কেমন ছিল, তার ব্যবস্থাও করা হবে। সেই যুগটিকে বাস্তবসম্মতভাবে সেলুলয়েডে ধরে রাখার দায়িত্বে আছেন বিশিষ্ট শিল্প নির্দেশক বংশীচন্দ্র গুপ্ত। তিনি সত্যজিতের মূল স্কেচ অনুযায়ী সেট তৈরি করবেন। এছাড়া ক্যামেরায় থাকছেন সৌমেন্দু রায় ও সম্পাদনায় দুলাল দত্ত। শব্দষন্ত্রী হিসেবে এ ছবিতে কাজ করবেন নরেন্দ্র সিংহ।
আরও পড়ুন: ‘ময়লা কাপড়টাও বদলে নিতে দিল না বুড়ো’
‘শতরঞ্জ কে খিলাড়ী’ তিনটি পর্বে ভাগ করে তোলা হবে বলে পরিকল্পনা আছে। প্রথম পর্যায়ের কাজ হবে কলকাতায়। এখানে যেসব দৃশ্য তোলা হবে তাতে অন্যান্য শিল্পীদের সঙ্গে সঞ্জীবকুমার, শবনা, ও সঈদ জাফরী থাকছেন। এই ডিসেম্বরে সেই কাজ শুরু হয়ে চলবে বেশ কিছুকাল। আগামী বছরের প্রথম দিকে সত্যজিৎ দিল্লিতে ষষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন বলে শুটিং বন্ধ থাকবে। কথা আছে দ্বিতীয় পর্যায়ের শুটিং জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত লখনৌতে হবে। প্রধানত সেখানে আউটডোর শুটিং হবে। তৃতীয় পর্যায়ের কাজ হবে বোম্বেতে। ফেব্রুয়ারির বাকি দিনগুলি থেকে গোটা মার্চ মাস ধরে কাজ চলবে। সেখানে প্রধানত আমজাদকে নিয়ে শুটিং করা হবে।
সম্প্রতি সত্যজিৎ বোম্বে গিয়েছিলেন তাঁর ছবির শিল্পীদের সঙ্গে কথা বলতে। তিনি সেই সময় আমজাদের সঙ্গেও দেখা করেন। সত্যজিৎ জানিয়েছেন, সেখানকার সব শিল্পীই তাঁর পরিকল্পনা মতো তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন।
প্রথম প্রকাশ: অমৃত, পৌষ ১৩৮৩
Edited and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

			



