News

এবার জিতের নেমেসিস টোটা রায়চৌধুরী

WBFJA Desk: আবারও পুলিশের চরিত্রে অভিনয় করতে চলেছেন টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury)। গতবছর প্রতিম ডি গুপ্তর ‘চালচিত্র’ ছবিতে পুলিশের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এবার পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ (Keu Bole Biplabi Keu Bole Dakat) ছবিতে সেরকমই একটা চরিত্রে অভিনয় করতে চলেছেন টোটা।

‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন জিৎ। ষাটের দশকের কলকাতায় অনন্ত সিংহ ছিল এক অন্যতম বিতর্কিত চরিত্র। একাধিক ব্যাঙ্ক ডাকাতিতে অভিযুক্ত ছিলেন তিনি। শোনা যায়, ব্যাঙ্ক ছাড়াও ধনীদের অর্থ লুট করে তিনি গরীবদের মধ্যে বিলিয়ে দিতেন।

পথিকৃতের ছবিতে টোটা থাকছেন অনন্তর চিরশত্রু ইন্সপেক্টর দুর্গা রায়ের চরিত্রে। নেতিবাচক অর্থে নয়, বরং এক শক্তিশালী আইনরক্ষক হিসেবে অনন্তর বিদ্রোহের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক প্রতিপক্ষ দুর্গা।

আরও পড়ুন: ‘এক ফিল্ম হিরোর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছি’

সংবাদমাধ্যমকে টোটা জানালেন, “দুর্গা রায়ের চরিত্রটি বহুস্তরীয়। এরকম চরিত্রে অভিনয় করার জন্য যে কোনও অভিনেতা মুখিয়ে থাকেন। তাছাড়া জিৎ আর আমি বহুদিনের বন্ধু হলেও একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। এই ছবি অবশেষে প্রথমবারের মতো আমাদের একসঙ্গে পর্দায় নিয়ে আসছে।”

পথিকৃৎ জানালেন, “আমি ভীষণ উচ্ছ্বসিত। টোটাদার বড় ভক্ত হিসাবে আমি সবসময় তাঁর ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতি প্রশংসা করে এসেছি। বহুদিন ধরে চেয়েছি তাঁকে একেবারে পূর্ণাঙ্গ অ্যাকশন অবতারে দেখতে। এই ছবি সেই স্বপ্নকে সত্যি করতে চলেছে।”

আগামী বছর মুক্তি পাবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’।


Edited by Swati Chatterjee
Written and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *