প্রযোজককে কি আমার সন্তানের স্কুল ফিও দিতে হবে? ক্ষুব্ধ আমির খান
WBFJA Desk: বড় বাজেটের একাধিক ছবি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর থেকেই হিন্দি ছবির তারকাদের অযৌক্তিক দাবি নিয়ে শুরু হয়েছে ক্ষোভ। বড় বাজেটের বহু ছবির অর্ধেকেরও বেশি খরচ চলে যাচ্ছে তারকাদের বিপুল পারিশ্রমিক এবং তাদের দলবল সামলানোর পেছনে। এই নিয়ে মুখ খুলেছেন আমির খান (Aamir Khan)।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আজকের বহু তারকাই নাকি নিজের ড্রাইভারের বেতনও দিতে চান না। প্রযোজকের ঘাড়ে চাপান। শুধু তাই নয়, অভিনেতার ব্যক্তিগত স্পটবয়ের খরচও প্রযোজককেই বহন করতে হয়। তাদের ব্যক্তিগত জিম ট্রেনার, রান্নার লোক, এমনকী সেটে লাইভ কিচেনের খরচও প্রযোজককেই দিতে হয়। আবার জিম ও কিচেনের জন্য আলাদা-আলাদা ভ্যানিটি ভ্যানের দাবিও করেন তারা।”
আরও পড়ুন: উভয় সঙ্কটে রাখি মজুমদার?
তারকাদের একাধিক ভ্যানিটি ভ্যান দাবি করা এবং বিশাল টিম নিয়ে শুটিং সেটে উপস্থিত হওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই মুখ খুলেছেন ফরাহ খান, রাকেশ রোশন, সঞ্জয় গুপ্তরা। এবার তারকাদের অবাস্তব দাবির বিরুদ্ধে সোচ্চার হলেন আমির।
সাক্ষাৎকারে আমির বলেন, “আজ থেকে ৩৭ বছর আগ আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি, তখন একটা রীতি ছিল যে তারকার ড্রাইভার ও সহকারীর বেতন প্রযোজক দেবেন। বিষয়টা আমার বেশ অদ্ভুত লেগেছিল। ভাবতাম, ড্রাইভার আর সহকারী তো আমার জন্য কাজ করছে, প্রযোজক সেই বেতন দেবেন কেন? এরপর কি প্রযোজক আমার সন্তানের স্কুলের ফিও দেবেন নাকি? এর শেষ কোথায়?”
ছবি: গেটি ইমেজেস
Written and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

