News

ফুল বেচে ইডলি কিনতেন ধনুষ

WBFJA Desk: ইডলি তাঁর অন্যতম পছন্দের খাবার। অথচ একটা সময় সেটাই কিনে খাওয়ার সামর্থ্য ছিল না তাঁর। ‘ইডলি কড়াই’ (Idli Kadai) ছবির সঙ্গীত প্রকাশ অনুষ্ঠানে এসে এমনটাই বললেন ধনুষ (Dhanush)। পরিচালনা ছাড়াও ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। সঙ্গে রয়েছেন নিত্য মেনন ও অরুণ বিজয়।

ধনুষ বলেন যে ছোটবেলায় ইডলি খাওয়ার খুব ইচ্ছে থাকলেও তাঁর পরিবার তা বহন করতে পারত না। তাই তিনি ফুল সংগ্রহ করে বিক্রি করতেন এবং সেই টাকায় ইডলি কিনে খেতেন।

তবে তাঁর এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে।

আরও পড়ুন: ‘অতটা অ্যাপিল করেনি উত্তমকুমারের অভিনয়’

ধনুষ বলেন, তাঁরা পাড়ায়-পাড়ায় ঘুরে ফুল কুড়োতেন। প্রতিদিন কতগুলো ফুল সংগ্রহ করা হলো, তার উপর ভিত্তি করেই তাঁদের টাকা দেওয়া হতো। তাঁর বোন ও কাজ়িনের সঙ্গে ভোর ৪টেয় উঠে দু’ঘণ্টা ধরে তিনি এ কাজ করতেন। কাজ শেষে দু’টাকা মতো পেতেন। ওই টাকা দিয়ে চার-পাঁচটা ইডলি কেনা যেত। নিজের কষ্টার্জিত টাকায় খাওয়া সেই ইডলির স্বাদ ও তৃপ্তির সঙ্গে আজকের কোনও রেস্তোরাঁর তুলনা হয় না। এখন আর সেই আনন্দ ও স্বাদ তিনি পান বলে জানান ধনুষ।


Written by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *