Flashback

ঝড়ের বেগে তিনখানা ছবির কাজ শেষ করলেন ঋত্বিক ঘটক

স্টুডিয়ো সংবাদদাতা: দীর্ঘ রোগভোগের পর সম্পূর্ণ আরোগ্যলাভ করে কাজে ফিরলেন বহু বিতর্কিত, সুবিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক (Ritwik Ghatak)। চারমাসের মধ্যে ঝড়ের বেগে তিনখানা নাতিদীর্ঘ ছবির কাজ শেষ করেছেন তিনি। প্রথম ছবিটা পুরুলিয়ার লোকনৃত্য ছৌ নিয়ে। দ্বিতীয় ছবির নাম ‘আমার লেনিন’। এবং তৃতীয়টা বিশেষভাবে ফরাসি টেলিভিশনের জন্য নিমিত রঙিন ছবি, যার এখনও নামকরণ হয়নি।

এদিকে বাংলার সমসাময়িক চিত্রশিল্পীদের নিয়ে ঋত্বিক তাঁর পরবর্তী ছবি করতে যাচ্ছেন। ছবির নাম ‘আনন্দ বেদনা’। একই সঙ্গে আর একখানা ছবি তিনি করছেন ওড়িশার লোকশিল্পের ওপর, নাম ‘নীরবতার ভাষা’। দুটোই রঙিন ছবি।

আরও পড়ুন: শেষ নাহি যে

ঋত্বিকের ছবি মানেই বহু বিতর্কের উপাদানে ভরপুর। তাঁর শেষ পূর্ণদৈর্ঘ্যের ছবি ‘সুবর্ণরেখা’ (Subarnarekha) মুক্তি পেয়েছিল ১৯৬৫ সালে।

প্রথম প্রকাশ: অমৃত, আষাঢ়, ১৩৭৭


Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *