News

কৃষ্ণেন্দু-রিনা ব্রাউনের হাত ধরে সূচনা, থাকছে আরও চমক

কলকাতা: এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে অজয় কর পরিচালিত, উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত ১৯৬১ সালের ছবি ‘সপ্তপদী’ (Saptapadi)। ৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সাংবাদিক সম্মেলনে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) পূর্ণাঙ্গ অনুষ্ঠান সূচী প্রকাশ করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

এ বছর উৎসবের মূল ভাবনা ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। ফোকাল কান্ট্রি পোল্যান্ড। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক, সাংসদ-অভিনেত্রী জুন মালিয়া সহ পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, পরিচালক হরনাথ চক্রবর্তী সহ তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু।

আরও পড়ুন: ‘এক ফিল্ম হিরোর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছি’

এবছর মোট ১,৮২৭টি ছবি জমা পড়েছে। এর মধ্যে থেকে ভারত সহ ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। এর মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি। ১৮টি ভারতীয় ভাষার এবং ৩০টি বিদেশি ছবি প্রদর্শিত হবে এবারের উৎসবে। থাকবে কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি সহ নানা ভাষার ছবি। এবারের উৎসবে বিশেষ গুরুত্ব পাচ্ছে ক্রীড়া বিষয়ক তিনটি ও পরিবেশ বিষয়ক চারটি ছবি। কলকাতার মোট ২১টি প্রেক্ষাগৃহে এবার ছবি দেখতে পারবেন সিনেপ্রেমীরা।

প্রতিবারের মতো এবারও একতারা মঞ্চে অনুষ্ঠিত হবে ‘সিনে আড্ডা’। এই আড্ডার ‘গানে গানে সিনেমা’ নামকরণ করেছেন মমতা। সিনেমায় ব্যবহৃত গান নিয়ে আড্ডা চলবে ৭ থেকে ১২ নভেম্বর । পাশাপাশি বিভিন্ন বিভাগে একাধিক ছবির প্রতিযোগিতা হওয়ার কথা ঘোষণা করেন ইন্দ্রনীল।

আরও পড়ুন: ‘আমাদের দেশের দর্শক এখনও পরিণত নয়’

৭ নভেম্বর সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচারে উপস্থতি থাকবেন বিশিষ্ট অভিনেতরী সিমি গরেওয়াল। ‘শোলে’র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বক্তব্য রাখবেন পরিচালক রমেশ সিপ্পি।

উৎসবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টন ও স্যাম পেকিনপাহের শতবর্ষ উদযাপন করা হবে। বিশেষ সম্মান জানানো হবে রবার্ট রেডফোর্ড, ক্লডিয়া কার্ডিনালে, শ্যাম বেনেগল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে।  উৎসবে প্রথমবার ৩৫মিমি সেলুলয়েডে রাজা মিত্র পরিচালিত ‘নয়নতারা’ ছবিটি প্রদর্শিত হবে।

আরও পড়ুন: ‘ছবি পরিচালনার জন্য এখনও প্রস্তুত নই’

পাশাপাশি সমসাময়িক ১৫টি ছবি প্রদর্শিত হবে। ঋত্বিকের শতবর্ষ উপলক্ষ্যে দেখানো হবে তাঁর পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’, ‘কোমল গান্ধার’, ‘‌অযান্ত্রিক’, ‘বাড়ি থেকে পালিয়ে’ ও ‘মেঘে ঢাকা তারা’র মতো ছবি।

এবারের উৎসবে ফিলিপিন্সের ব্রিলান্তে মেন্ডোজার রেট্রোস্পেকটিভে দেখানো হবে তাঁর পাঁচটি ছবি। রাজধানী ম্যানিলা শহরের প্রান্তিক, গরীব বস্তিবাসীদের বাস্তব জীবনে সংগ্রাম করে বেঁচে থাকার কথাই উঠে আসে তাঁর ছবিতে। হিংসা ও যৌনতা স্বাভাবিক কারণে একটা বড় জায়গা নেয়। উৎসবে দেখা যাবে বার্লিন, কান, ভেনিসে উৎসবে পুরস্কারপ্রপ্ত ছবি ‘কিতানায়’, ‘সার্ভিস’, ‘গ্র্যান্ড মাদার’, ‘ম্যাডাম রোজা’ ও ‘দ্যু উমব”। দর্শক, ফিল্ম জগতের মানুষ ও ফিল্ম ছাত্রদের সঙ্গে ব্রিলান্তে মিলিত হবেন সিনেমার মাস্টারক্লাসেও।

ছবি: প্রতিবেদক


Written by Somnath Laha
Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *