News

‘মহাভারত’ নির্মাণের পর বিদায় নিতে চান আমির

WBFJA Desk: অভিনয় থেকে অবসর নিতে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। এই খবর শুনে পাঠকরা চমকে উঠতেই পারেন। কিন্তু এমনটাই ইঙ্গিত দিয়েছেন আমির খান (Aamir Khan) নিজেই। সম্প্রতি একটি পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই আভাস দিয়েছেন তিনি। খুব বেশি দিন সিনেদুনিয়ার সঙ্গে হয়তো যুক্ত থাকবেন না আমির।

২০ জুন মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘সিতারে জমিন পর’ (Sitaare Zameen Par)। স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়নস’-এর অফিশিয়াল হিন্দি রিমেক এই ছবি পরিচালনা করেছেন আরএস প্রসন্ন। ছবিতে আমিরের বিপরীতে রয়েছেন জেনেলিয়া ডি’সুজা (Genelia D’Souza)। সেই ছবির প্রচারপর্ব চলাকালীন দেওয়া সাক্ষাৎকারে  আমির জানিয়েছেন ‘মহাভারত’ ছবি করার পর তিনি হয়তো আর কাজ করবেন না।

‘মহাভারত’ আমিরের স্বপ্নের প্রজেক্ট। সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, এই ছবিটা তৈরি করার  পর, তাঁর সব কথাই ফুরিয়ে যাবে। নতুন করে আর কিছু বলার থাকবে না। কারণ, পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছুই মহাভারতের মধ্যে রয়েছে।

তিনটি ভাগে এই ছবি নির্মাণের পরিকল্পনা রয়েছে আমিরের। রীতিমতো বড় পরিসরেই গ্র্যান্ড স্কেলে ‘মহাভারত’ তৈরি করতে চান তিনি।

ইতিপূর্বে একবার অভিনয় থেকে অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন আমির। কিন্তু তার পরবর্তী সময়ে আবার কাজ ফিরেছিলেন তিনি। তাই আমির গুণমুগ্ধ এবং তাঁর অগণিত ভক্তের আশা, এত বড়পর্দা থেকে বিদায় নেবেন না আমির। কারণ, আমির যেরকমভাবে ‘মহাভারত’ নির্মাণ করতে চাইছেন, তাতে বেশ কয়েকবছর সময় লাগবে। তাই আর‌ও বেশ কয়েক বছর আমিরকে বড়পর্দায় দেখা যাবে বলেই মনে করছেন সিনেপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *