News

আট ঘণ্টা বিতর্কে দীপিকার পাশে মণিরত্নম

WBFJA Desk: দীপিকা পাড়ুকোন বনাম সন্দীপ রেড্ডি ভাঙ্গা তরজায় সরগরম সিনেদুনিয়া। দীপিকা পাড়ুকোনের দাবি করা আট ঘণ্টার শিফট নিয়ে আগেই তাঁর পক্ষে দাঁড়িয়েছেন কাজল, অজয় দেবগন, সইফ আলি খান, রাধিকা আপ্তেরা। এবার অভিনেত্রীর প্রস্তাবে সায় দিলেন বিশিষ্ট পরিচালক মণিরত্নম (Mani Ratnam)

‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD) ছবির পর ফের প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকার। হিসেব মতো, সেটাই হতো তাঁর দ্বিতীয় দক্ষিণী সিনেমা। তবে আট ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না, এমন শর্ত বেঁধে দেওয়ায় সন্দীপের ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। দীপিকা নাকি আট ঘণ্টা কাজের বিনিময়ে ₹২০ কোটি দাবি করেছিলেন। তবে বিগ বাজেট দক্ষিণী ছবি হাতছাড়া হওয়ায় কোনও আক্ষেপ নেই দীপিকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মণিরত্নম বলেছেন যে তাঁর মনে হয় এটা ন্যায্য দাবি। দীপিকা অন্তত এমন দাবি রাখার জায়গায় পৌঁছেছে, এতে তিনি খুশি। একজন পরিচালক হিসেবে তাঁর মনে হয়, অভিনেতাদের এই দাবিগুলো বিবেচনা করা দরকার। এমন প্রস্তাব দেওয়া অনৈতিক নয়ই বরং অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করেন মণিরত্নম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *