বিশেষ চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী
WBFJA Desk: ছোটদের জন্য ছবি তৈরি করতে চলেছেন ‘ও মাই গড ২’ খ্যাত পরিচালক অমিত রাই। ছবির নাম ‘ও মাই ডগ’ (Oh My Dog)। সারমেয় ও শিশুদের সম্পর্ক ঘিরে এই মজার ছবিটি তৈরি করবেন পরিচালক। ইতিমধ্যে ছবির কাজ শুরু করেছেন তিনি। বেশ কয়েকজন খুদে থাকবে ছবির মুখ্য চরিত্রে।
শোনা যাচ্ছে, এই ছবিতে এক বিশেষ চরিত্রে অভিনয় করবেন পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। এই ছবির চরিত্র পছন্দ হয়েছে অভিনেতার। তিনি নাকি চুক্তিপত্রেও সই করেছেন। যদিও ছবিতে অন্যান্য চরিত্রে আরও কারা থাকবে, তা এখনও খোলসা করতে নারাজ নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুটিং শুরু হতে পারে।
এর আগে ‘ও মাই গড ২’ (Oh My God 2) ছবিতে অমিতের পরিচালনায় কাজ করেছিলেন পঙ্কজ।