‘ছাড়াবে কোন শা…! ধুর, আবার সেন্সর’
স্টুডিয়োপাড়ায় অনুপকুমারের (Anup Kumar) সঙ্গে হঠাৎ দেখা। খাতা-কলম হাতে নির্মল ধর এগিয়ে গেলেন বাংলা ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতার দিকে। একটু ভিন্ন স্বাদের কথাবার্তা হলো। ১৯৭৪ সালে নেওয়া সেই সাক্ষাৎকার পুনর্মুদ্রিত হলো WBFJA-এর পাতায়
প্রশ্ন: হাসি কাকে বলে?
অনুপকুমার: হাসিকেই হাসি বলে।
প্রশ্ন: হাসির নাম হাসি হলো কেন?
অনুপকুমার: কান্নাটা আগেই বেহাত হয়ে গিয়েছে বলে।
প্রশ্ন: হাসি ক’রকমের?
অনুপকুমার: দু’রকমের। এক সত্যি হাসি, দুই বায়োস্কোপের হাসি।
আরও পড়ুন: উত্তমকুমারের পরিচালনায় প্রসেনজিৎ, হয়েছিল ফটোশুটও
প্রশ্ন: আপনি কোনরকমের হাসি হাসান?
অনুপকুমার: শেষেরটা।
প্রশ্ন: বহুদিন ধরে আপনাকে একইভাবে দেখছি। বুড়ো হবেন কবে?
অনুপকুমার: বিয়ে করার পর দিন থেকেই।
প্রশ্ন: বলুন তো কোন মরণ সুখের?
অনুপকুমার: শুনেছি—যাচাই করার সুযোগ পাইনি—ভালোবেসে। মানে, ফেঁসে।
প্রশ্ন: এ জগতে সুখী কে?
অনুপকুমার: আমি।
আরও পড়ুন: ”বাঞ্ছারামের বাগান’ না করা মস্তবড় ভুল ছিল’
আর দুঃখী?
প্রশ্ন: অনুপকুমার: আমি বাদে সবাই। পাঠকরাও।
প্রশ্ন: আজকের হাজারো সমস্যার মধ্যে বেবিফুড জোগাড় করাও একটা কঠিন সমস্যা। এই ঝামেলা কি আপনার জীবনে আসবে না?
অনুপকুমার: আমি তো এখনও হাল ছাড়িনি। কেউ কি সদয় হবে না?
প্রশ্ন: মানুষ আজকাল হাসতে ভুলে যাচ্ছে কেন?
অনুপকুমার: রাগ বাড়ছে বলে।
আরও পড়ুন: ছ’মাসের শিশুর মুখটা উত্তমকুমারের
প্রশ্ন: আপনি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে লোককে হাসান না কেন?
অনুপকুমার: আমিও হয়তো রাগাক্রান্ত বলে।
প্রশ্ন: বেঁটেকে লম্বা করার সহজ উপায় কী?
অনুপকুমার: আমাদের লাইনে তো দেখি জুতিয়ে করে (জুতোর হিল উঁচু করে)।
প্রশ্ন: আজকাল বেশিরভাগ লোকই ভাঁওতা মেরে বলে এক, করে আরেক। আপনিও সেই রকম লোককে হাসান, নিজে হাসেন না। এই ভাঁওতাবাজি ছাড়বেন কবে?
অনুপকুমার: বায়স্কোপ করা ছাড়ালে।
আরও পড়ুন: ট্রিলজির শিরোপা দিতে এত কার্পণ্য কেন?
প্রশ্ন: তা বায়স্কোপ করা ছাড়ছেন কবে?
অনুপকুমার: মেরে না তাড়ালে তো নয়ই।
প্রশ্ন: আপনি কী খেতে ভালোবাসেন?
অনুপকুমার: খেলে তো চু…! না বাবা, বলব না। সেন্সর কাটবে।
প্রশ্ন: ঘুমোলে আপনার নাক ডাকে?
অনুপকুমার: কই? আমি তো কোনওদিন শুনিনি।
প্রশ্ন: দেশে যা খাদ্যসংঙ্কট, আপনার কি মনে হয় না যে কলকাতার সব বড় মাঠ যেমন ব্রিগেড, ময়দান, মোহনবাগান, ইস্টবেঙ্গল, সব ক্লাবের মাঠগুলোতে চাষ করা উচিত?
অনুপকুমার: বড্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। কমিশন বসালে কেমন হয়?
আরও পড়ুন: আর্ট ফিল্ম মানে শুধুই যৌনতার ছড়াছড়ি, ক্ষুব্ধ ঋত্বিক
প্রশ্ন: ভারতের হার এবং সুধীর নায়েকের মোজা চুরি, কোন খবরটা আপনার কাছে হাসির?
অনুপকুমার: এটা ওই কম্বল থেকে লোম বাছার ব্যাপার হলো।
প্রশ্ন: ভারত-বাংলাদেশ চলচ্চির সম্পর্ক নিয়ে আপনি কিছু ভাবছেন কি?
অনুপকুমার: আমাকে যদি নেয় তাহলে প্রস্তাবটা ভালো।
প্রশ্ন: আপনার লোক হাসানোর শুরু কবে থেকে?
অনুপকুমার: আপনার প্রশ্ন করার শুরু থেকে।
আরও পড়ুন: ‘ঘরে বাইরে’ নিয়ে আর ভাবছেন না সত্যজিৎ
প্রশ্ন: সব দুঃখ কি হাসি দিয়ে ভোলা যায়?
অনুপকুমার: কিছু দুঃখ তো আছেই যা হাসি দিয়ে ভোলানো সম্ভব নয়
প্রশ্ন: নায়ক সাজার শখ নিশ্চয়ই আপনার আছে। কিন্তু খুব বেশি সুযোগ পাননি। সেই কারণে কোনও দুঃখ বা অভিযোগ আছে আপনার?
অনুপকুমার: মাইরি! ছিটে দিচ্ছেন?
প্রশ্ন: আজকের দিনে যেখানেই যান চাকরি-বাকরি, কাজকর্ম, সব জায়গাতেই ব্যাকিংয়ের দরকার পড়ছে। এই ফিল্ম লাইনেও কি তাই?
অনুপকুমার: বলা বাহুল্য, আমাদের প্রতাপ সর্বত্র সমান।
আরও পড়ুন: সপ্তডিঙা হারিয়ে বাড়ি ফিরলেন চাঁদ সওদাগর
প্রশ্ন: কৌতুকশিল্পী হিসাবে ইদানিংকালে কাকে আপনার সবথেকে ভালো লাগে?
অনুপকুমার: নিজেকে ছাড়া সবাইক।
প্রশ্ন: শুনেছি ফিল্ম লাইনে অভিনয়ের ব্যাপারে জনপ্রিয় শিল্পীদের মধ্যে আপনিই সবথেকে সিনিয়র। সত্যি?
অনুপকুমার: বিলক্ষণ। বিকাশবাবু ও উত্তমকুমার আমার থেকে বয়সে বড় হলেও, ফিল্ম অভিনয়ের ব্যাপারে আমিই সিনিয়র। তাই তো মাঝে-মাঝে বিকাশবাবুকে রসিকতা করে বলি, ‘জুনিয়র, জুনিয়রের মতো থাকবি।’
প্রশ্ন: অভিনয় ছেড়ে দিলে কী করবেন?
অনুপকুমার: ছাড়াবে কোন শা…! ধুর, আবার সেন্সর।
প্রথম প্রকাশ: অমৃত, শ্রাবণ ১৩৮১
Edited and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন





