একসঙ্গে তিনটি ছবিতে উত্তমকুমার
স্টুডিয়ো সংবাদদাতা: বাংলা ছবি নির্মাণের হার যখন অত্যন্ত নীচে নেমে গিয়েছে, তখন টলিগঞ্জের অন্তত দু’টি স্টুডিয়ো বেশ সরগরম হয়ে উঠেছে। প্রথমেই যে ছবিখানার কথা বলতে হয়, সেটার নায়িকা হলেন আদ্বিতীয়া সুচিত্রা সেন (Suchitra Sen) এবং নায়ক একমেবাদ্বিতীয়ম উত্তমকুমার (Uttam Kumar)। এঁদের সঙ্গে আছেন বিকাশ রায়, বসবী নন্দী, বিজন ভট্টাচার্যের মতো তারকারা। দশ বছর বয়সী একঝাঁক কিশোরশিল্পীর প্রতিভাদীপ্ত অভিনয় এই চিত্রকাহিনির বিশিষ্ট অংশ জুড়ে রয়েছে বলে জানা গিয়েছে। কথাসাহিত্যিক আশুতোষ মৃখাপাধায়ের ‘নতুন তুলির টান’ অবলম্বনে রচিত চিত্রনাট্যের নাম দেওয়া হয়েছে ‘নবরাগ’। পরিচালনার দায়িত্বে রয়েছেন বিজয় বসু। সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। নিউ থিয়েটার্স এক নম্বরে ‘নবরাগ’ তোলা হচ্ছে।
দ্বিতীয় ছবির নাম ‘জয়-জয়ন্তী’ (Jay Jayanti)। নায়ক-নায়িকার চরিত্রে রয়েছেন আজকের সবথেকে চাঞ্চল্যকর জুটি উত্তমকুমার ও অপর্ণা সেন। সঙ্গে রয়েছেন ললিতা চট্টোপাধায়, অনুভা ঘোষ, মন্টু বন্দোপাধ্যায় এবং চার থেকে ষোলো বছর বয়সী পাঁচজন শিশুশিল্পী। নাম শুনেই বোঝা যাচ্ছে এ ছবি সঙ্গীতমুখর হতে চলেছে। দশ-বারোটি নাটকীয়তাপূর্ণ গান থাকছে ছবিতে। সঙ্গীত পরিচালক মানবেন্দ্র মুখোপাধ্যায়। ইন্দ্রপুরী স্টুডিয়োতে শুরু হয়েছে ‘জয়-জয়ন্তী’র শুটিং।
আরও পড়ুন: প্রথমবার জুটিতে বনি-দর্শনা
‘বিলম্বিত লয়’ (Bilambita Loy) ছবিটি দেখতে-দেখতে মনে হতে পারে, নায়ক-নায়িকার এত মাখামাখি, এত চেনাজানার পরেও কেন তাদের ঘর বাঁধা বিফলে গেল। নায়ক যেখানে চিত্রকর, নায়িকা যেখানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সেখানে দুজনের মধ্যে বোঝাপড়া কেন অটুটু রইল না? নায়কের জীবনে এল আরেক নারী। প্রিয়ারূপে এল না, এল বধূরূপে। চিত্রকরের মানস-সঙ্গিনী হতে পারেনি সে। কিন্তু মমতায় মাখানো আত্মসমর্পণের কোমলতায় সে এক শুভময়ী নারী।
এ যুগের সবচেয়ে জটিল প্রশ্ন হলো, মানুষ ঠিক কী চায় তা নিজেই জানে না। এ শুধু শিল্পীদের মনের জিজ্ঞাসা নয়। বহুদিন ধরে বহু চিন্তাভাবনা করেও মানুষের এই উদ্ভ্রান্ত অবস্থার কারণ নির্ণয় করা যায়নি। তবে কি আত্মবঞ্চনাই এর একমাত্র উৎস? নরেন্দ্র মিত্র রচিত এই আধুনিক হৃদয়দাহের কাহিনিটি চলচ্চিত্রে রূপায়ণ করেছে অগ্রগামী। প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন উত্তমকুমার, সুপ্রিয়া দেবী ও নবাগতা দীপা চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে রয়েছেন অসিতবরণ, নির্মলকুমার, কণিকা মজুমদার ও শ্যামল ঘোষাল। নচিকেতা ঘোষের সুরে ছ’খানি গান এ ছবির বিশেষ আকর্ষণ। ‘বিলম্বিত লয়’-এর শেষ পর্যায়ের দৃশ্যগ্রহণ চলছে। মুক্তির আর বেশি বিলম্ব নেই।
প্রথম প্রকাশ: অমৃত, ফাল্গুন ১৩৭৬
Edited and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন