‘ঘরে বাইরে’ নিয়ে আর ভাবছেন না সত্যজিৎ
স্টুডিয়ো সংবাদদাতা: সান ফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবের কর্তৃপক্ষ এবার সত্যজিৎ রায়কে (Satyajit Ray) সিনেমা জগতে তাঁর অসামান্য অবদানের জন্য এক বিশেষ সম্মাননার ব্যবস্থা করেছিলেন। ব্যক্তিগতভাবে সত্যজিৎকে সান ফ্রান্সিসকো যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। সত্যজিৎবাবুও যাবেন বলে সব ঠিক ছিল।
কালিপুজোর আগের দিন তাঁর রওনা হওয়ার কথা ছিল। সেই মতো ‘প্রতিদ্বন্দী’ (Pratidwandi) ছবির প্রেস শো রাখা হয় মঙ্গলবার। সত্যজিৎ সেদিন সংবাদমাধ্যমকে জানান, “পরশু যাচ্ছি।”
কিন্তু শেষ মুহূর্তে যাওয়া বাতিল করেছেন তিনি। একটি বিমানের অ্যাডজাস্টমেন্টের জন্যই তাঁর সান ফ্রান্সিসকো সফর বাতিল হয়েছে। সত্যজিৎবাবু জানিয়েছেন, “দেখলাম ও ফ্লাইটটা না পেলে সান ফ্রান্সিসকোতে মাত্র একদিন থাকতে পারব। অতদূর একদিনের জন্য গিয়ে ফিরে আসার কোনও মানে হয় না। তাই আর গেলাম না।”
আরও পড়ুন: ‘ময়লা কাপড়টাও বদলে নিতে দিল না বুড়ো’
পরবর্তী ছবির প্ল্যান সম্পর্কে জিজ্ঞাসা করতে বললেন, “এখনও কিছু ঠিক করিনি। ‘প্রতিদ্বন্দী’র ওপর অনেককিছু নির্ভর করছে।”
পরিচালককে ‘ঘরে বাইরে’ (Ghare Baire) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জানালেন, “না, এখন আর ওই ছবি করার কোনও যুক্তি নেই। সময়ও অনেক বদলে গিয়েছে। নেক্সট ছবি আরম্ভ করতেই জানুয়ারি হয়ে যাবে। আর কী করব, তারও কোনও ঠিক নেই। ‘ঘরে বাইরে’ নিয়ে আর ভাবছি না।”
আপাতত সিকিমের ওপর তাঁর তথ্যচিত্রের সম্পাদনা নিয়ে ব্যস্ত আছেন সত্যজিৎ। রিরেকর্ডিংও বাকি। তারপর হয়তো নতুন ফিচার ছবি নিয়ে চিন্তাভাবনা করবেন।
প্রথম প্রকাশ: অমৃত, অগ্রহায়ণ ১৩৭৭
সত্যজিৎ রায় পরিচালিত ‘ঘরে বাইরে’ মুক্তি পায় ১৯৮৪ সালে
Edited and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

			

