মৃণাল সেনের ছবি থেকে বাদ পড়লেন অমিতাভ বচ্চন
স্টুডিয়ো সংবাদদাতা: ‘ইন্টারভিউ’ মুক্তি পাওয়ার আগে থেকেই ‘গোত্রান্তর’ ছবির কাজ শুরু করে দিয়েছিলেন পরিচালক মৃণাল সেন (Mrinal Sen)। ডিসেম্বর মাসে মৃণালবাবুর উত্তরপ্রদেশ রওনা হওয়ার কথা। সেখানেই ছবির প্রায় সব কাজ শেষ হবে বলে জানা গিয়েছে।
প্রথমে শোনা গিয়েছিল যে বম্বের (মুম্বই) অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন। অমিতাভ এর আগে মৃণালবাবুর ‘ভূবন সোম’ (Bhuvan Shome) ছবিতে কণ্ঠদান করেছেন। ছবিখানা তিনটে জাতীয় পুরস্কার পেয়েছিল। এখনও পর্যন্ত একটি মাত্র ছবিতে অভিনয় করেছেন অমিতাভ। ছবির নাম ‘সাত হিন্দুস্তানি’।
আরও পড়ুন: বিনয় বসুর মায়ের হাতে ভূমিষ্ঠ, শুভ জন্মদিন টিটোদা
শেষ মুহূর্তে মৃণালবাবুর ছবিতে শিল্পী বদল হয়েছে। অমিতাভ আর এ ছবির সঙ্গে যুক্ত থাকছেন না। ‘গোত্রান্তর’-এর মুখ্য দুই চরিত্রে অভিনয় করবেন বিবেক চট্টোপাধ্যায় ও আরতি ভট্টাচার্য।
প্রথম প্রকাশ: অমৃত, অগ্রহায়ণ ১৩৭৭
সুবোধ ঘোষের কাহিনি ‘গোত্রান্তর’ অবলম্বনে মৃণাল সেন পরিচালিত ‘এক অধুরী কহানী ‘মুক্তি পায় ১৯৭২ সালে
Edited and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন