News

নর্মদাকে প্রতীক হিসেবে ব্যবহার করেছি: গৌতম ঘোষ

WBFJA Desk: নর্মদা নদী তাঁর ছবিতে রয়েছে বিশ্বাসের প্রতীক হিসাবে, বললেন পরিচালক গৌতম ঘোষ (Goutam Ghose)। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘পরিক্রমা’ (Parikrama)। সম্প্রতি ছবির বিশেষ স্ক্রিনিংয়ে এসে গৌতম জানালেন ‘পরিক্রমা’ নিয়ে তাঁর শুরুর দিকের চিন্তাভাবনার কথা।

প্রথমদিকে নর্মদা পরিক্রমা নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন না কী লালার গল্পটাই আগে ভাবা হয়েছিল?

“আমি যেটা ভেবেছিলাম সেটা দুটো বাচ্চার গল্প। দুই দেশের দুটো বাচ্চা। আর অবশ্যই লালার গল্প, যে এতটাই সাহসী যে পরিবারের কথা চিন্তা করে, পরিবারকে ভালোবেসে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। এই গল্পের প্রেক্ষাপটে রয়েছে নর্মদা নদী যাকে আমি বিশ্বাসের প্রতীক হিসেবে ব্যবহার করেছি। তাকে ঘিরে যে অগণিত ভক্তের বিশ্বাস, নানা বাধা বিপত্তি, ওঠাপড়া ঘিরেই তাদের এই পরিক্রমা। এই ছবিটা আমার কাছেও একটা পরিক্রমার মতোই,” জানালেন গৌতম।

লালার গল্পটা কী কাল্পনিক না সত্যি? এ প্রশ্নের উত্তরে গৌতম জানালেন, “বাস্তবের লালাকে আমি পাইনি। আমার এক বন্ধুকে একটি বাচ্চা ছেলে ওখানকার গল্প শুনিয়েছিল। সেখান থেকেই লালার চরিত্রটা উঠে আসে।”

গতবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রিমিয়র হয়েছিল ‘পরিক্রমা’র। অনেকটা সময় লেগে গেল তাঁর এই ছবিটা শেষ করতে। সেই প্রসঙ্গে গৌতম জানালেন, “কোভিডের জন্য অনেকদিন আটকে ছিল ছবিটা। যেহেতু আমাকে বারবার ইতালি আর ভারত যাতায়াত করতে হচ্ছিল, তাই ওই সময়টায় ওখানে মহামারি শুরু হতে আমাকে চলে আসতে হয়। ফলে কাজটা আটকে যায়।”

এই সময়টায় কি অন্য কোনও ছবির কথা ভেবেছিলেন তিনি?

“না,” বললেন গৌতম, “ওই সময় অন্য ছবি নিয়ে ভাবলে আমার প্রযোজক ডুবে যেত। সেটা আমি হতে দিতে পারি না। আর তাছাড়া একটা ছবি পুরো শেষ না করে পরবর্তী ছবির কথা আমি কোনওদিনই ভাবিনি। যেমন পরের ছবিটা কী নিয়ে করব এখনও ভাবিনি।”


Written by Swati Chatterjee
Edited by Balmiki Chatterjee
Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *