ভয়ের ছবিতে তনুশ্রী, দেবরাজ
WBFJA Desk: সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে পরিচালিত হরর ছবিতে অভিনয় করছেন তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty) ও দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharjee)। ছবির নাম ‘পরী মণি’ (Porii Monii)। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রজতাভ দত্ত ও প্রজ্ঞা গোস্বামী।
‘পরী মণি’র কাহিনি কী নিয়ে?
এ ছবির কেন্দ্রে রয়েছে পরী নামের এক কিশোরী। ভয় ছাড়াও কাহিনিতে মিশে রয়েছে ভালোবাসা, অপরাধবোধ, দায়িত্ববোধ এবং জীবনের হাহাকার। গোটা ছবির ঘটনা ঘটে একটা ঘরের মধ্যে। সেই ঘরের দেওয়াল লুকিয়ে রয়েছে এক সাংঘাতিক অতীত, আর এক মা, এক কন্যা, এবং এক শিশুর অবিশ্বাস্য কাহিনি।
আরও পড়ুন: জুলাইয়ের দুই জুয়েল
সিদ্ধার্থ ও সৌভিক জানালেন, “‘পরী মণি’ শুরু হয়েছিল হরর গল্প হিসেবে। পরে চিত্রনাট্য লেখার সময় আমরা বুঝতে পারলাম, এটা আসলে আমাদের সমাজেরই প্রতিফলন, যেখানে আসল ভয় লুকিয়ে থাকে আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক স্তরের নীচে।”
তনুশ্রী জানালেন, “আমার অভিনীত চরিত্রে অনেক রং আছে। ‘পরী মণি’ নিঃসন্দেহে আমার আগের ছবিগুলোর থেকে আলাদা। গল্পটা দারুণ।”
ছবির কাহিনিকার সিদ্ধার্থ। সৌভিক ছাড়াও ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সুমন গিরি ও অভিজিৎ দাস। চিত্রগ্রহণ করেছেন অর্ণব গুহ, সম্পাদনায় অভিষেক মুখোপাধ্যায়। সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত।
কিছুদিন আগে শেষ হয়েছে ছবির শুটিং।
Edited by Balmiki Chatterjee
Written and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন