প্রথমবার জুটিতে বনি-দর্শনা
WBFJA Desk: প্রথমবার জুটিতে অভিনয় করতে চলেছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও দর্শনা বণিক (Darshana Banik)। প্রতীক সরকার পরিচালিত ‘কেয়ার অফ এ জার্নি’ ছবিতে এই জুটিকে দেখা যাবে। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবে তৃষাণজিৎ।
ছবির কাহিনি কী নিয়ে?
পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে ঠাকুমার সঙ্গে থাকে পাটু। তিনকুলের তার কেউ নেই। মা কবেই মারা গিয়েছে। বাবা ছেড়ে চলে গিয়েছে শহরে। সেই বাবার সন্ধানেই একদিন গ্রীষ্মের ছুটিতে কাউকে না জানিয়ে শহরের উদ্দেশ্য পাড়ি দেয় পাটু। শহরে সে কাউকে চেনে না। তবু সে বাবাকে খুঁজে চলে।
তৃষাণজিৎ
হঠাৎ বামা নামের একজনের সঙ্গে পাটুর আলাপ হয়। তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সঙ্গে জুড়ে যায় রুমেলা। ঘুরে যায় গল্পের মোড়।
দর্শনা জানালেন, “এটা বন্ধুত্বের গল্প। বামা আর পাটুর সঙ্গে রুমেলার বন্ধুত্ব এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গল্প নিয়ে ছবি। প্রথমবার সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যাবে আমাকে। আশা করছি দর্শকের ভালো লাগবে।”
ছবির চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। বেশ কয়েকটি গান থাকবে ছবিতে। চিত্রগহণের দায়িত্বে রয়েছেন সুপ্রিয় দত্ত। ‘কেয়ার অফ এ জার্নি’র শুটিং হবে শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।
Edited by Balmiki Chatterjee
Written and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন