News

নতুন লুকে অপরাজিতা, কলকাতায় শুরু শুটিং

WBFJA Desk: নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)। সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে আতিউল ইসলাম পরিচালিত ‘বানসারা’ ছবির শুটিং। সেখানেই নতুন লুকে পাওয়া গেল অপরাজিতাকে। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত (Bonny Sengupta)

এর আগে পুরুলিয়ায় পাহাড়ের ওপর সেট তৈরি করে ‘বানসারা’র শুটিং হয়েছিল। তৈরি করা হয়েছিল চল্লিশ ফুট দীর্ঘ বনদেবীর মূর্তি।

আতিউল জানালেন, “এই ছবিতে প্রতিটি চরিত্রের আলাদা স্তর রয়েছে। অপরাজিতা ও বনিকে দেখলে দর্শক চমকে যাবে, এটুকু বলতে পারি।”

আরও পড়ুন: লোডশেডিং রেশনিং করার দাবি সত্যজিৎ, উত্তম, সৌমিত্রদের (পর্ব ১)

ছবির কাহিনি কী নিয়ে?

শহুরে সভ্যতা থেকে বহুদূরে অবস্থিত পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম বানসারা। জঙ্গলে ঘেরা গ্রামের বনদেবী বানসারার নাম অনুসারেই গ্রামের এমন নামকরণ। ভক্তদের বিচারে এই বনদেবী খুবই জাগ্রত। এমনকী গ্রামের মানুষের পাপের শাস্তি তিনি নিজের হাতে দিয়ে থাকেন বলে কথিত। সেই শাস্তির বিধান আসে বড়মা (অপরাজিতা) মারফত। বড়মা এই গ্রামের দণ্ডমুণ্ডের কর্তা। গ্রামের সমস্ত ভালোমন্দের শেষকথা জমিদার পরিবারের মেয়ে গৌরীকা দেবী এই এলাকায় বড়মা নামে পরিচিত। দেবীর সমস্ত আদেশ তিনিই জানিয়ে দেন প্রজাদের। এককথায় তিনিই এ গ্রামের রক্ষক।

তানিসি

হঠাৎ একদিন গ্রামে এসে পৌঁছয় পুলিশ আধিকারিক অজিতেশ (বনি)। তার নামে রয়েছে অজস্র এনকাউন্টারের রেকর্ড। বহুবার বদলি হয়ে এই গ্রামে এসেছে সে। এদিকে গ্রামে দেবীমায়ের শাস্তির নামে ঘটে চলে একের পর এক খুন। এবার কে রক্ষা করবে গ্রামকে? বড়মায়ের সঙ্গে কি সংঘাত লাগবে অজিতেশের?

বড়মার ছোটবেলার চরিত্রে অভিনয় করছে তানিসি মুখোপাধ্যায়। তাঁর লুকও প্রকাশিত হয়েছে আজ।


Edited by Balmiki Chatterjee
Written and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *