বাংলা ছবিতে শরমন, সঙ্গী দুই বাঙালি অভিনেত্রী
WBFJA Desk: প্রেমের ছবির আজও দর্শককে আকর্ষণ করে। এবার সেই প্রেমের ছবির হাত ধরেই বাংলা সিনেমায় পা রাখছেন ‘রং দে বসন্তী’, ‘লাইফ ইন আ…মেট্রো’ ও থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শরমন জোশী (Sharman Joshi)। ছবির নাম ‘ভালোবাসার মরশুম’ (Bhalobashar Morshum)। নামের সঙ্গে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত একটি ছবির বহুল জনপ্রিয় গানের লাইনের মিল রয়েছে। ছবিটি পরিচালনা করছেন এমএন রাজ। ইতিপূর্বে জিৎ, তনুশ্রী চক্রবর্তী ও রহমান ভট্টাচার্য অভিনীত ‘রাবণ’ ছবিটি পরিচালনা করেছিলেন রাজ।
‘ভালোবাসার মরশুম’-এ শরমনের বিপরীতে দেখা যাবে দুই বাংলার দু’জন পরিচিত অভিনেত্রীকে। তাঁরা হলেন বাংলাদেশের তানজ়িন তিশা (Tanjin Tisha) এবং এপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee)। সে অর্থে এপার বাংলায় তিশারও এটাই প্রথম কাজ।
আরও পড়ুন: ‘এত নিষ্ঠুর, কৃপণ হবে ভাবিনি’
ছবিতে শরমন অভিনীত চরিত্রের নাম আবির। অপরদিকে তিশা ও সুস্মিতা অভিনীত চরিত্রের নাম যথাক্রমে হিয়া ও পারমিতা। ছবির কাহিনি আবর্তিত হয়েছে কলেজ পড়ুয়া হিয়াকে কেন্দ্র করে। সে কলেজের অধ্যাপক আবিরের প্রেমে পড়ে। কিন্তু আবিরের মন জুড়ে রয়েছে তার প্রাক্তন প্রেমিকা পারমিতা। শেষ পর্যন্ত হিয়ার প্রেমে ধরা দেয় আবির। তাদের বিয়েও হয়। বিয়ের পরেই গল্প অন্যদিকে মোড় নেয়। পাল্টাতে থাকে হিয়া-আবিরের দাম্পত্য জীবন। হিয়াকে এড়িয়ে চলতে শুরু করে আবির। কিন্তু কেন? বুঝে উঠতে পারে না হিয়া। তবে কি রয়েছে কোনও বিশেষ কারণ? টানাপোড়েনের এই সম্পর্কের পরিণতি কী? সেই উত্তর মিলবে পর্দায়।
ছবির কাহিনির মধ্যে এমন অনেক বুনন ঘটিয়েছেন রাজ। ইতিমধ্যেই এই ছবিতে অভিনয়ের জন্য বাংলা ভাষা শিখতে শুরু করে দিয়েছেন শরমন। অভিনেতা সংবাদমাধ্যমকে জানালেন, “এর আগে বাংলা ছবিতে কাজ না করলেও আমি ‘ভূতের ভবিষ্যত’-এর হিন্দি রিমেক ‘গ্যাং অফ ঘোস্টস’-এ অভিনয় করেছি। বাংলা ছবিও আমি দেখি। সত্যজিৎ রায়ের ছবির আমি ভীষণ ভক্ত। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো-ভালো কাজ হচ্ছে। সেখানে বাংলা ছবিতে কাজ করার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে।”
ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বরের গোড়ার দিকে দার্জিলিংয়ে। বেশিরভাগ অংশই শুট করা হবে পাহাড়ে। কিছু শুটিং হবে মুর্শিদাবাদে। ছবির কাজে আগস্টেই কলকাতায় আসছেন শরমন।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর সরস্বতী পুজোর সময় মুক্তি পাবে ‘ভালোবাসার মরশুম’।
Written by Somnath Laha
Edited and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন