উত্তমকুমারের পরিচালনায় প্রসেনজিৎ, হয়েছিল ফটোশুটও
WBFJA Desk: টালিগঞ্জের স্টুডিয়োপাড়ায় তখন সদ্য পা রাখা যুবক তিনি। তখনও তাঁর গায়ে এসে পড়েনি সুপারস্টারের তকমা। তাঁকে সবাই চিনত বিশিষ্ট অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র হিসেবেই। সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee) নিয়ে ছবি করবেন বলে স্থির করেছিলেন উত্তমকুমার (Uttam Kumar)।
যখনকার কথা বলা হচ্ছে তখন প্রসেনজিৎ নেহাতই একজন স্ট্রাগলার। টালিগঞ্জে পায়ের নীচের মাটি তখনও শক্ত হয়নি। ছেলেবেলা থেকেই খুব কাছ থেকে দেখেছেন উত্তমকুমারকে। তাই তো উত্তমকুমার তাঁর কাছের ‘উত্তমজেঠু’। পীযূষ বসু পরিচালিত ‘দুই পৃথিবী’ ছবিতে উত্তমকুমারের ছোটবেলার চরিত্রে এবং সুখেন দাসের ‘প্রতিশোধ’-এ তাঁর সঙ্গে এক ফ্রেমে অভিনয় করেছেন প্রসেনজিৎ।
আরও পড়ুন: ‘এখনও মাটিতে বসে ভাত খাই’
সেই প্রসেনজিৎকেই নায়ক করে ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন স্বয়ং উত্তমকুমার। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ওয়েবসাইটের অনুষ্ঠানিক প্রকাশে এসে সেই কথাই জানালেন প্রসেনজিৎ। ছবিটি ছিল রোমান্টিক থ্রিলার ঘরানার। শুধু তাই নয়, ছবির কাস্টিংয়েও ছিল অভিনবত্বের ছোঁয়া। ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করার কথা ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
প্রসেনজিতের বিপরীতে ছবিতে ছিলেন সুপ্রিয়া দেবীর কন্যা সোমা চৌধুরী। ছবিটির জন্য প্রসেনজিৎ এবং সোমাকে নিয়ে স্টুডিয়োতে ফটোশুট পর্যন্ত করেছিলেন উত্তমকুমার। কিন্তু তাঁর অকাল প্রয়াণে সব বন্ধ হয়ে যায়। তাই উত্তমকুমারের পরিচালনায় প্রসেনজিৎকে অভিনয় করতে দেখা থেকে বঞ্চিতই রয়ে গেল বাংলা ছবির দর্শক।
Written by Somnath Laha
Edited and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন





