ছবিতে প্রথমবার রূপম ইসলামের কণ্ঠে রবীন্দ্রনাথের গান
WBFJA Desk: তিনি মঞ্চ মাতানো রকস্টার। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানও তিনি নিজের মতো করেই স্বকীয়তার সঙ্গেই গেয়েছেন। মঞ্চে তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ‘আমরা সবাই রাজা’ রীতিমতো নাড়িয়ে দিয়েছিল শ্রোতাদের। রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামও রয়েছে তাঁর। তবে এই প্রথমার কোনও ছবিতে রবীন্দ্রনাথের গান গাইলেন রূপম ইসলাম (Rupam Islam)।
পরিচালক পারমিতা মুন্সীর ‘আমি যখন হেমা মালিনী’ ছবিতে রূপমের কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের অন্যতম জনপ্রিয় গান ‘কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না’। গভীর অনুভূতিতে পরিপূর্ণ বিরহের ছোঁয়া মাখা এই গানটি এবার রূপমের গলায় ছবিতে শুনতে পাবেন দর্শক।
পারমিতার দীর্ঘদিনের বন্ধু রূপম। সেই বন্ধুত্বের স্বীকৃতি হিসেবেই এবার তাঁদের এই যৌথ প্রয়াসটি ২২ শ্রাবণ দর্শকের সামনে এল। গানটির সঙ্গীত আয়োজনের কাজটিও করেছেন রূপম। যন্ত্রানুসঙ্গের কাজ করেছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। মিক্সিং-মাস্টারিংয়ের দায়িত্ব সামলেছেন প্রসেনজিৎ ‘পম’ চক্রবর্তী।
আরও পড়ুন: ‘এতগুলো মালয়ালম ছবি করার পর ভাষাটা রপ্ত হয়ে গিয়েছে’
গায়ক হিসেবে ছবিতে প্রথমবার রবীন্দ্রনাথের গান গাইলেও, রূপমের সঙ্গীত পরিচালনায় ছবিতে ইতিপূর্বে রবীন্দ্রঙ্গীত বেশ জনপ্রিয় হয়েছে। মৈনাক ভৌমিকের ‘বেডরুম’ ছবিতে রূপমের সুর সংযোজনায় সোমলতার আচার্যের গাওয়া ‘মায়াবন বিহারিণী হরিণী’ বেশ জনপ্রিয় হয়েছিল। অয়ন চক্রবর্তীর ‘ষড়রিপু ২-জতুগৃহ’ ছবিতে সাহানা বাজপেয়ী রবীন্দ্রনাথের গান গেয়েছিলেন রূপমের পরিচালনায়।
‘আমি যখন হেমা মালিনী’ ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, চৈতি ঘোষাল, ভাস্বর চট্টোপাধ্যায়, পাপিয়া রাও, দেবলীনা দত্ত ও কাঞ্চনা মৈত্র।
Written by Somnath Laha
Edited and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

			



