News

অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় প্রয়াত

WBFJA Desk: চলে গেলেন বিশিষ্ট অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। আজ রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘ দিন ধরে পেটের ক্যানসারে ভুগছিলেন তিনি। অচল হয়ে গিয়েছিল একটি কিডনি। বয়স ও শারীরিক অসুস্থতা থাকলেও কাজ বন্ধ করেননি। তাই নিয়মিত দমদম থেকে সোনারপুর যাতায়াত করতেন।

কয়েক মাস আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন বাসন্তী। প্রতি মাসে প্রায় ₹২০,০০০ ওষুধ খেতে হতো তাঁকে। এছাড়াও ছিল মোট ₹৪,৫০০ মূল্যের ইঞ্জেকশন। মূলত ওযুধ ও আনুষঙ্গিক খরচের জন্যই কাজ চালিয়ে যেতে হচ্ছিল তাঁকে।

আরও পড়ুন: ‘টাকা চেয়ে বসলেন বাবা’

শারীরিক অসুস্থতার জন্য খাওয়াদাওয়ার দিকেও নজর রাখতে হতো। অনেক বুঝে খেতে হতো। ডাল, দানা জাতীয় খাবার বারণ ছিল। তেল, মশলা জাতীয় খাবার চলতই না। এক-আধদিন ভাজাভুজি খেলে সঙ্গে-সঙ্গে ওষুধ খেতে হতো।

একাধিক ছবিতে কাজ করেছেন বাসন্তী। অভিনয় করেছেন উত্তমকুমারের সঙ্গেও। ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে ব্রজবালা দেবীর চরিত্রে শেষবারের মতো দেখা গিয়েছে তাঁকে।

ছবি: আনন্দবাজার পত্রিকা 


Written and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *