News

অনেক ভাগ্য করে জন্মালে হোমসের চরিত্র পাওয়া যায়: ঋষভ বসু

স্বাতী চট্টোপাধ্যায়: নিজেকে ভাগ্যবান বলে মনে করেন বাংলা ছবির প্রথম শার্লক হোমস, অভিনেতা ঋষভ বসু (Rishav Basu)। পরিচালক সায়ন্তন ঘোষালের ‘সরলাক্ষ হোমস’ (Saralakkha Holmes) ছবির নামভূমিকায় রয়েছেন ঋষভ। চরিত্রের নাম আলাদা হলেও কাহিনিসূত্র খোদ শার্লক হোমসের অভিযান অবলম্বনেই। গত সপ্তাহে মুক্তি পেয়ে লাগাতার দর্শকের আলোচনায় রয়েছে ছবিটি। 

জীবনে অন্তত একবার হোমসের চরিত্রে অভিনয় করতে পারাকে ঋষভ তাঁর বহুদিনের আকাঙ্ক্ষার ফল বলে মনে করেন। তাঁর নিজের কথায়, “আজকাল নতুন প্রজন্ম একটা কথা খুব বলে, ম্যানিফেস্টেশন করলে নাকি অনেক কিছুই পাওয়া যায়। এভাবে ব্যাপারটা কোনওদিন দেখিনি ঠিকই। তবু এখন মনে হয় সেরকমই একটা কিছু ঘটেছে হয়তো। যাদবপুর ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ়ে মাস্টার্স করার সময় আমার পেপার ছিল শার্লক হোমস। তখন হোমসকে নিয়ে যাবতীয় সাহিত্য, সিনেমা সবকিছু গুলে খেয়েছি বলা যায়। আর্থার কোনান ডয়েল ছাড়াও যে এতজন লেখক হোমসকে নিয়ে এতকিছু লিখেছেন সেগুলো ওখান থেকেই জানা।”

আরও পড়ুন: ‘অতটা অ্যাপিল করেনি উত্তমকুমারের অভিনয়’

হোমসের সঙ্গে তাঁর পরিচয় অনেক ছোট বয়সেই। তবে পড়াশোনা করতে গিয়ে আরও গভীরে গিয়ে জানার সুযোগ পান বলে জানালেন ঋষভ। তবে কখনও ভাবেননি নিজেকে ওই চরিত্রে অভিনয় করতে হবে। 

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সায়ন্তন জানিয়েছেন তাঁকে হোমসের চরিত্র করতে হবে ব্যাপারটা জানার পরে একটুও অবাক হননি ঋষভ, বরং আত্মবিশ্বাসী ছিলেন। এতটা আত্মবিশ্বাস পেলেন কীভাবে? 

Rishav Basu

‘সরলাক্ষ হোমস’-এ, গৌরব চক্রবর্তী (বাঁদিকে) ও অর্ণ মুখোপাধ্যায়ের সঙ্গে

ঋষভ জানালেন, “কারণ আমি কখনও ভাবিইনি আমাকে এই চরিত্রটা করতে হবে। না আমার হোমসের মতো উচ্চতা আছে, না বয়স। তাই এটাকে একটা অন্য কোনও পৃথিবীর হোমস বলে ধরে নেওয়া যেতে পারে, এভাবে ভেবেছিলাম আমি। আর যেহেতু পড়াশোনা করেছি তাই চরিত্রটাকে আমি চিনি, জানি। সেই ব্যাপারে আমার মারাত্মক কনফিডেন্স ছিল। আমার আগের কাজগুলো দেখলে আমাকে যেমন মনে হয় আসলে কিন্তু আমি ওরকম নই। আমি ভীষণরকমের অ্যাকশন-অ্যাডভেঞ্চার ছবির ভক্ত। জ্যাকি চ্যানের ছবি, ‘শোলে’, ‘দিওয়ার’-এর মতো ছবি দেখে বড় হয়েছি। তাই অ্যাকশন বা অনুসন্ধান সংক্রান্ত ব্যাপারগুলো আমি পারব সেটা আগে থেকেই জানতাম।” 

আরও পড়ুন: শেষ নাহি যে

হোমসকে নিয়ে আরও ছবি করতে চান সায়ন্তন। সেক্ষেত্রে কোন গল্প নিয়ে কাজ হতে পারে এরপর? 

“সেটা নির্ভর করছে দর্শকের ওপর,” বললেন ঋষভ। “দর্শক যদি চান তাহলে হয়েই পারে। পরের ছবির চিত্রনাট্য তৈরি হচ্ছে বলেই শুনেছি।” 

কোন গল্প নিয়ে হতে চলেছে পরবর্তী সরলাক্ষ হোমস? 

“মনে হয় ‘সাইন অফ ফোর’, তবে সেটা এখনও জানি না হবে কিনা। আসলে এই ছবির ফলাফলই ঠিক করবে আগামী ছবির ভবিষ্যত,” বললেন ঋষভ।  


Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *