‘বাবা’ হতে চলেছেন বিক্রম চট্টোপাধ্যায়
WBFJA Desk: বাবা হতে চলেছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। তবে বাস্তবে নয়, ছবির পর্দায়। জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty) পরিচালিত ‘বাবা’ ছবিতে এক দেড় বছরের শিশুকন্যার পিতার চরিত্রে অভিনয় করবেন তিনি। তাঁর অভিনীত চরিত্রের নাম গৌরব। বিক্রমের বিপরীতে রাই নামক চরিত্রে থাকবেন নবাগতা কিরণ মজুমদার।
সংবাদমাধ্যমকে বিক্রম জানালেন, “এই প্রথমবার বাবার চরিত্রে অভিনয় করব। সন্তানের জীবনে মায়ের ভূমিকা নিয়েই আমরা বেশিরভাগ সময় কথা বলে থাকি। কিন্তু সন্তানকে বড় করার জন্য, তাকে রক্ষা করতে একজন সাধারণ পিতা কতদূর যেতে পারে, সুপারহিউম্যান হয়ে উঠতে পারে, সেই গল্প নিয়ে এই ছবি।”
আরও পড়ুন: ছ’মাসের শিশুর মুখটা উত্তমকুমারের
এই ছবিতে বিক্রমের মেয়ের চরিত্রে অভিনয় করবে অশ্লেষা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অপরাজিতা আঢ্য, দেবরাজ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, পার্থ ভৌমিক ও অরিত্র গঙ্গোপাধ্যায়। একটি বিশেষ চরিত্রে থাকবেন মমতাশঙ্কর।
জিৎ জানালেন, “ছবিতে গৌরব ও রাই দম্পতি। তাদের দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতেই গৌরবের জার্নি শুরু। শিশুপাচার চক্রের বিষয়ও আসবে গল্পে। এর বেশি এই মুহূর্তে কিছু বলা যাবে না। তবে এটা শুধু সম্পর্কের গল্প নয়, রহস্যও থাকছে।”
আরও পড়ুন: ‘পচা দুর্গন্ধ ছড়ালে, প্রতিবেশীরাই এসে দাহ করবে’
অ্যাকশনও থাকবে ছবিতে। কলকাতা বন্দর এলাকা, ফলতার শিল্পাঞ্চলে শ্যুটিং হবে বলে জানালেন জিৎ।
অপরাজিতা থাকবেন এক পরিচারিকার ভূমিকায়। ছবিতে তাঁর চরিত্রের নাম সাবিত্রী।
ছবির কাহিনিকার জিৎ। চিত্রনাট্য লিখেছেন সৌমিত দেব। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে ছবির শুটিং।
আগামী বছর মুক্তি পাবে ‘বাবা’।
Edited by Swati Chatterjee
Written and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন





