Flashback

এক ডজন ছবিতে অপর্ণা

স্টুডিয়ো সংবাদদাতা: জয়া ভাদুড়ি যদি নবাগতাদের মধ্যে অন্যতম ব্যস্ত হন, অর্পণা সেন (Aparna Sen) তাহলে পরিচিত মুখের মধ্যে ব্যস্ততম। দু’সপ্তাহ আগে একদিন তিনি টেকনিশিয়ন্স স্টুডিয়োর দু’নম্বর ফ্লোরের সেটে বসে একটি ছবির পরবর্তী টেকের অপেক্ষা করছিলেন। পরিচালক কিছুক্ষণ আগে তাঁর সংলাপের রিহার্সাল দিয়ে গিয়েছেন। আলোক নিয়ন্ত্রণের কাজে চিত্রগ্রাহকের সঙ্গে পরিচালকও ব্যস্ত। সেই ফাকে অপর্ণা পরবর্তী দৃশ্যে তাঁর সংলাপ ও ভঙ্গী নিয়ে বসে-বসে চিন্তাভাবনা করছিলেন।

এমন সময় অপর্ণার সেক্রেটারি এসে জানাল, অন্য একটি ছবির পরিচালক তাঁকে কাল সকাল এগারোটার সময় ক্যালকাটা মুভিটোন স্টুডিয়োতে যেতে বলেছেন। মুহূর্তের জন্য অপর্ণা অন্যমনস্ক হয়ে পড়লেও পুনরায় পরবর্তী দৃশ্যের চিন্তায় মনোনিবেশ করলেন। আগামীকাল আবার অনা ছবির কাজ! অন্য ছবির অন্য সিকোয়েন্স। তবু এতটুকু ক্লান্তির চিহ্ন নেই তাঁর চোখেমুখে।

আরও পড়ুন: ‘অতটা অ্যাপিল করেনি উত্তমকুমারের অভিনয়’

বিরামহীনভাবে কাজ করে চলেছেন অপর্ণা। প্রতিটি ছবির ভিন্ন কাহিনি, ভিন্ন চরিত্র, ভিন্ন পরিচালক, ভিন্ন আবহাওয়া। অথচ এক অপর্ণাই একই সময়ে অভিনয় করছেন। তাঁর হাতে এখন প্রায় এক ডজনের মতো ছবি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দাবী’, ‘স্বীকৃতি’, ‘আজব শহর কলকাতা’, ‘এখনই খুঁজে বেড়াই’, ‘জয়-জয়ন্তী’ এবং তাঁর পিতা চিদানন্দ দাশগুপ্ত পরিচালিত ‘বিলেত ফেরত’।

বলতে বাধা নেই, অপর্ণা আজকের দিনে কলকাতার ব্যস্ততম অভিনেত্রী।

প্রথম প্রকাশ: অমৃত, কার্তিক ১৩৭৭


Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *