News

আত্মনিমগ্ন ভালোবাসার ছবি ‘জ়রিয়া’

WBFJA Desk: শহর তিলোত্তমার অলিগলি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক গল্প। সেই পথ ধরেই গুনগুন সুরে এগিয়ে চলে গল্পের রেশগুলো। গানের সুরের হাত ধরেই তা পৌঁছে যায় মানুষের মনে। আত্মমগ্ন ভালোবাসার এই প্রতিচ্ছবিই এবার উঠে আসতে চলেছে পরিচালক সুমন মৈত্রের স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘জ়রিয়া’তে।

ছবির কেন্দ্রে রয়েছে রেডিও জকি তথা প্রতিভাবান গিটারিস্ট অর্জুনের গভীর রাতের শো জ়রিয়া। সুর, গল্প আর আবেগের সেতু জুড়ে দেয় এই শো। ক্যাফেটেরিয়ায় এক সুরেলা সন্ধ্যায় অর্জুনের গান শুনে মুগ্ধ হয় তুলিকা নামের এক তরুণী। পেশায় সে তথ্যচিত্র নির্মাতা। শহরের না বলা কাহিনিগুলো সে ধরে রাখতে চায় ক্যামেরায়।

আরও পড়ুন: ‘টাকা চেয়ে বসলেন বাবা’

পরিচালনার পাশাপাশি ছবির কাহিনিও লিখেছেন সুমন। ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করেছেন রাজেশ্বর। তুলিকার ভূমিকায় রয়েছেন অমৃতা চট্টোপাধ্যায় (Amrita Chatterjee)। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তপতী মুন্সী। সঙ্গীত পরিচালনায় দায়িত্বে রয়েছেন মৌলি চক্রবর্তী। গান গেয়েছেন রণজয় ভট্টাচার্য ও সায়নী পালিত।

অমৃতা জানালেন, “তুলিকা নিজের পেশা ও শহরকে ভালোবাসে। কফি ও গানের পাশাপাশি সে একটি এফ‌এম চ্যানেলের শোয়ের প্রতি আসক্ত। তুলিকা ডকুমেন্টারি ফিল্মমেকার। একাকিত্ব পছন্দ করে। দিদার সঙ্গে তার আত্মার সম্পর্ক।”

আরও পড়ুন: ‘এত নিষ্ঠুর, কৃপণ হবে ভাবিনি’

রাজেশ্বর জানালেন, “কলকাতার প্রতি যে ভালোবাসা ও আবেগ রয়েছে সেটা এই ছবিতে স্পষ্ট ফুটে উঠেছে। এটা বাংলায় আমার চতুর্থ কাজ। সুমনদার সঙ্গে এই প্রথমবার কাজ করলাম। আমার খুব ভালো লেগেছে। সুমনদা যেহেতু আগে থেকেই সবটা নিজের মাথার ভেবে রাখে, তাই কাজ করতে সুবিধা হয়েছে।”

Uttam Kumar


Written by Somnath Laha
Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *