News

সেন্সর বোর্ডের মৌখিক আপত্তি, আটকে গেল ‘কাল্পনিক’

WBFJA Desk: মাটি খুঁড়ে উদ্ধার হচ্ছে দেবমূর্তি, তাও আবার মসজিদের নীচ থেকে! চক্রপানিপুর নামক ঐতিহাসিক শহরের আসারু গ্রামে এই ঘটনার ফলে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। এই বিষয়-ভাবনা নিয়েই পরিচালক অর্ক মুখোপাধ্যায় (Arka Mukhopadhyay) তৈরি করেছেন ‘কাল্পনিক’ (Kalponik)। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত, শতাক্ষী নন্দী, শাহিদুর রহমান ও সায়ন ঘোষ।

গতবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলা প্যানোরামার অফিশিয়াল সিলেকশনে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয়েছিল ‘কাল্পনিক’। সেই সময় ছবিটি দর্শক ও সমালোচক মহলের কাছে প্রশংসা আদায় করে নিয়েছিল। চলচ্চিত্র মহলের অনেকেই ছবিটিকে সময়োপযোগী ও সাহসী প্রয়াস বলেছিলেন।

আরও পড়ুন: ‘এতগুলো মালয়ালম ছবি করার পর ভাষাটা রপ্ত হয়ে গিয়েছে’

ডালাস নিবাসী অর্কর এই ছবিই এবার আটকা পড়েছে সেন্সর বোর্ডের যাঁতাকলে। ছবিটিকে ছাড়পত্র দিতে নারাজ কর্তৃপক্ষ। উল্লেখ্য, ১১ জুলাই ছবিটি আনুষ্ঠানিকভাবে রিলিজ় করতে চেয়েছিলেন অর্ক। সেই মতো জুন মাসে ছাড়পত্রের জন্য ছবি জমা পড়ে সেন্সর বোর্ডের দপ্তরে। তারপরে‌ই তৈরি হয় জটিলতা।

ছবিটিকে পুনর্বিবেচনার জন্য সেন্সর বোর্ডের রিভাইজ়িং কমিটিতে পাঠানো হলেও ১৮ জুলাই মুম্বইয়ে সেই কমিটিও ‘কাল্পনিক’কে ছাড়পত্র দিতে মৌখিকভাবে অস্বীকার করেছে বলে জানিয়েছেন অর্ক। এর ফলে রীতিমতো হতাশ তিনি।

আরও পড়ুন: ‘ময়লা কাপড়টাও বদলে নিতে দিল না বুড়ো’

অর্কর কথায়, “সিনেমাটি মুক্তি পেলে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিঘ্ন ঘটতে পারে বলে মনে করছে ১৫ সদস্যের রিভিউ কমিটি। তাঁদের মতে, ছবিটা কল্পকাহিনি হলেও গল্পের মোড়ে এমন এক রাজনৈতিক-গণমাধ্যমের আঁতাতের ইঙ্গিত রয়েছে, যা মসজিদ চত্বরে হিন্দু মূর্তি উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ার সময় সামনে আসে।”

ছবির মুক্তি আটকে যাওয়ার ফলে হতাশ গোটা টিম। তাঁদের বিশ্বাস, এই ছবির মাধ্যমে যে শক্তিশালী বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ঠিক একদিন আপামর দর্শকদের কাছে পৌঁছবেই ছবির নৈপুণ্যের জোরে। 

Uttam Kumar

সম্প্রতি পুরুলিয়াতে এই ছবির একটি বিশেষ স্ক্রিনিংয়ে ৭৯০ জন মানুষ একসঙ্গে বসে এই ছবিটি দেখেছেন।

তবে মুক্তি না পেলেও ‘কাল্পনিক’কে ঘিরে যে স্টুডিয়োপাড়ার অন্দরে এবং সিনেমহলে আলোচনা তুঙ্গে উঠেছে তা বলাই বাহুল্য।


Written by Somnath Laha
Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *