ওয়ান-টেক ছবি করছেন অংশুমান প্রত্যুষ
WBFJA Desk: কমবেশি এক ঘণ্টা দৈর্ঘ্যের একটি ওয়ান-টেক ছবি তৈরি করতে চলেছেন পরিচালক অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush)। নাম ‘স্পাইডার: চ্যাপ্টার ওয়ান’ (Spider: Chapter 1)। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌম্য মুখোপাধ্যায়, জয়ি দেবরায়, মুকুল কুমার জানা, সৈকত দে, রত্নদীপ ঘোষ, আর্মান আহমেদ ও প্রতীক কুন্ডু।
ছবির কাহিনি কী নিয়ে?
কলকাতার এক ব্যস্ত এলাকায় বড়সড় উগ্রপন্থী হামলার পরিকল্পনার খবর পায় গোয়েন্দা বিভাগ। এই পরিকল্পনা বানচাল করার জন্য গোয়েন্দা বিভাগের একটি বড় দলকে দায়িত্ব দেওয়া হয়। এখান থেকেই শুরু হয় এক অদ্ভুত খেলা। কেন এই হামলার পরিকল্পনা? কারা রয়েছে এর নেপথ্যে? সেই সব উত্তর পাওয়া যাবে ছবিতে।
আরও পড়ুন: ট্রিলজির শিরোপা দিতে এত কার্পণ্য কেন?
অংশুমান জানালেন, “বিশ্বের দীর্ঘতম ওয়ান-টেক ছবি তৈরি করার চেষ্টা করছি আমরা। যদি তা করে উঠতে পারি, তাহলে সকলের কাছেই গর্বের বিষয় হবে।”
ছবির একটা বিশেষ চরিত্রে অভিনয় করছেন অংশুমান নিজেই।
রুশ পরিচালক আলেকজ়ান্ডার সোকুরভের ‘রাশিয়ান আর্ক’ (Russian Ark) এখনও পর্যন্ত বিশ্বের দীর্ঘতম ওয়ান-টেক ছবি। আনুমানিক দৈর্ঘ্য ৯৬ মিনিট। হাঙ্গেরিয়ান পরিচালক বেলা টারের ‘ম্যাকবেথ’কে বিশ্বের প্রথম ওয়ান-টেক ছবি বলে গণ্য করা হয়। বাংলায় আশিস অভিকুন্তক ২০১৩ সালে ‘রতি চক্রব্যূহ’ নামের ওয়ান-টেক ছবি পরিচালনা করেছিলেন। একাধিক ভারতীয় ভাষাতেও তৈরি হয়েছে এ ধরণের ছবি
কলকাতায় শুরু হয়েছে ‘স্পাইডার: চ্যাপ্টার ওয়ান’-এর শুটিং।
Written and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন





