Flashback

ভোজপুরী ছবি করতে চলেছেন ঋত্বিক ঘটক

স্টুডিয়ো সংবাদদাতা: সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে পরিচালক ঋত্বিক ঘটক (Ritwik Ghatak) তাঁর নতুন প্রয়াস ভোজপুরী চিত্রের পরিকল্পনার কথা ব্যক্ত করেন। বাংলা দেশে সম্প্রতি ভোজপুরী ভাষায় যে চিত্রগুলি এখানকার স্টুডিয়োতে শুরু হয়েছে, সেগুলির মধ্যে অধিকাংশ শিল্পী ও কলাকুশলী বাঙালি। সুতরাং এখানকার চিত্রজগতে ভোজপুরী চিত্র নির্মাণের এ প্রচেষ্টা খুবই অভিনন্দনযোগ্য।

কলকাতায় নির্মিত চিত্রকাহিনিগুলি বাংলা দেশের সাধারণ গ্রামীণ জীবনের ঘটনাকে আশ্রয় করে রচিত হচ্ছে। যার ফলে মনে হয়, ভোজপুরী চিত্রে বাংলার পরীক্ষামূলক কাহিনি ও প্রয়োগ নৈপুণ্যের প্রয়োগসাধনে বিশেষ সাফল্যলাভ করতে পারে। এই প্রসঙ্গে ঋত্বিকবাবুর নবতম প্রয়াসটি খুবই সমকালীন বলে মনে হয়েছে।

আরও পড়ুন: ‘এখনকার ছবি শুক্রবারে আবিষ্কার, সোমবারে পরিষ্কার’

সম্পূর্ণ ছবিটি কলকাতাতেই নির্মিত হবে বাংলা দেশের শিল্পী এবং কলাকুশলী সমাবেশে। ছবির নাম ‘শ্যাম সে নেহা ল্যগায়ে’। রাজকুমার মৈত্রের ‘ধরণীর এক কোণে’ অবলম্বনে ছবির সংলাপ রচনা করেছেন নাজ়ির হোসেন। শিল্পীদের মধ্যে মনোনীত হয়েছেন বম্বের অসীমকুমার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়। বাংলার তরুণকুমার, মমতাজ আহমেদ, জ্ঞানেশ মুখোপাধ্যায়, কেষ্ট মুখোপাধ্যায় ও গীতালি রায় থাকবেন।

সাংবাদিক সম্মেলনে অসীমকুমার উপস্থিত ছিলেন। শীঘ্রই এ ছবির নিয়মিত দৃশ্যগ্রহণ শুরু হবে।

প্রথম প্রকাশ: অমৃত, শ্রাবণ ১৩৭১


Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *