নিটোল ভালোবাসার গল্প সুরাঙ্গনা-সত্যমের ‘শেষবেলা’
WBFJA Desk: রোহন সেন (Rohan Sen) পরিচালিত ‘শেষবেলা’ (Seshbela) ছবির শুটিং শেষ হলো। গ্রামীণ প্রেক্ষাপটে এক নিটোল ভালোবাসার গল্প নিয়ে তৈরি এই ছবি। ‘বল্লভপুরের রূপকথা’র পর আবারও একসঙ্গে অভিনয় করলেন সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Surangana Bandyopadhyay) ও সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya)।
ছবির কাহিনি এক শান্ত নিঃশব্দ গ্রামকে কেন্দ্র করে। গ্রামের মেঠোপথে হাঁটতে-হাঁটতে যেখানে স্বপ্ন নিঃশব্দে বাঁচে, সেখানেই থাকে স্বপ্না। সে এক কলেজ পড়ুয়া মেধাবী মেয়ে। আর্থিক দিক থেকে খুবই খারাপ অবস্থায় রয়েছে তার পরিবার। বাবা মাতাল এবং মা খুবই অসুস্থ। প্রায় সব হারানো স্বপ্না নিজের জীবনের লড়াই চালিয়ে যেতে যেতেই ভালোবাসা খুঁজে পায় স্কুলশিক্ষক রূপকের মধ্যে। যদিও রূপক তাকে ভালোবাসে কিনা সে জানে না। স্বপ্নার ভাগ্য কি তাকে নিজের পছন্দ করা পথে যেতে দেবে?
আরও পড়ুন: মেয়ের মৃত্যুসংবাদ! তবু শট দিয়ে গেল জহর
নতুন ছবি নিয়ে সুরাঙ্গনা জানালেন, “রোহনের সঙ্গে এর আগেও একটি ওয়েব সিরিজ়ে কাজ করেছি। চরিত্রটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। এছাড়াও এই ছবিতে সত্যমদা আছে। তিনবছর পর আবার একসঙ্গে কাজ করতে চলেছি। সেটাও অবশ্যই একটা বড় কারণ ছবিটা করার।”
সত্যম বললেন, “অনেকদিন বাদে কাজে ফিরছি সেটা অবশ্যই খুব ভালো লাগছে। রোহনের সঙ্গে এটা আমার প্রথম কাজ। চরিত্রটা বেশ কঠিন বলে মনে হয়েছে আমার।”
আরও পড়ুন: দ্বিতীয় সেরা সত্যজিৎ, হতভম্ব দর্শক
রোহন জানালেন, “এই ছবিটা আসলে স্বপ্নার জার্নি নিয়ে। রূপক স্বপ্নাকে পড়ায়, সে নিজে একজন স্কুল শিক্ষক। এই দুজনের মধ্যে সম্পর্কই ছবির মূল গল্পকে এগিয়ে নিয়ে যাবে।”
ছবির কাহিনিকার আদিত্যনাথ মুখোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন কেশবানন্দ মুখোপাধ্যায়, অনুভব ঘোষ এবং রোহন। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন শাশ্বত মজুমদার, সম্পাদনায় সায়ন্তন নাগ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ঈশান মিত্র।
Written by Swati Chatterjee
Edited and Published by Prabuddha Neogi
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন





