সংসদে মনোনয়নের প্রাক্কালে বিতর্কে জড়ালেন কমল হাসন
WBFJA Desk: বিতর্কে জড়ালেন বিশিষ্ট অভিনেতা কমল হাসন (Kamal Hassan)। সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে কমল বলেন, তামিল থেকে কন্নড় ভাষার উৎপত্তি। এই মন্তব্যেই বেজায় চটেছেন কর্নাটকের মানুষ। কমলের কাছে আসছে একের পর এক হুমকি। এমনকী রাজ্যে তাঁকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে।
‘ঠগ লাইফ’ (Thug Life) ছবির এক অনুষ্ঠানে কমলের সঙ্গে ছিলেন কন্নড় অভিনেতা শিবাজীকুমার। সেই অনুষ্ঠানে কমল বলেন যে তামিল হলো তাঁর জীবন ও পরিবার। শিবাজীকুমার হলো অন্য রাজ্যে থাকা তাঁর পরিবারের আর এক অংশ। আর শিবাজীকুমারের ভাষা তামিল থেকেই জন্ম নিয়েছে।
এর পরেই তাঁর দিকে ধেয়ে আসে কটাক্ষ। কোনও ধর্মান্ধের থেকে তাঁরা ভাষাশিক্ষা নেবেন না বলে সমাজ মাধ্যমে মন্তব্য করেছেন কয়েকজন। এমনকী কমলের মুখে কালি পর্যন্ত মাখানো হবে বলে হুমকি এসেছে। কন্নড় ভাষার ইতিহাস ২,০০০ বছরের, পৃথিবীর সবথেকে প্রাচীন ভাষাগুলির মধ্যে এটি অন্যতম, বলেছেন কর্নাটকের এক বাসিন্দা।
কন্নড় রক্ষণ বেদিকের নেতা প্রবীণ শেট্টী কমলকে সাবধান করে বলেছেন তাঁরা অভিনেতার মুখে কালি মাখাতে প্রস্তুত ছিলেন। কিন্তু কমল পালিয়ে গিয়েছেন। কন্নড় ভাষার বিরুদ্ধে কথা বললে কমলের ছবিকে কর্নাটকে নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবীণ।
এদিকে তামিলনাডুর রাজনৈতিক দল ডিএমকে রাজ্যসভার প্রার্থী হিসেবে কমলের মনোনয়ন সমর্থন করবে বলে আজ ঘোষণা করেছে।