News

অবশেষে মুক্তি পেতে চলেছে ‘সেলাই’

WBFJA Desk:অবশেষে মুক্তি পেতে চলেছে স্বরূপ পাল পরিচালিত ছবি ‘সেলাই’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত (Rajatava Dutta)। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবাশিস সেনশর্মা ও শুভদীপ ঘোষ। সঙ্গে রয়েছেন অ্যাঞ্জেলা গোস্বামী, চিত্রাঙ্গদা সমাজদার, সাগ্নিক কোলে, ময়ুখ ভট্টাচার্য, প্রীতি কে, কাব্য কাশ্যপ, সুমনা দাস ও সুমন গাইনের মতো একঝাঁক নতুন মুখ।

ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সমুদ্র সিংহ। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন সৈকত বালা। আবহসঙ্গীতে সৌমাল্য সিংহ। সম্পাদনা করেছেন প্রণয় দাশগুপ্ত। সহকারী পরিচালকের দায়িত্ব সামলেছেন তীর্থঙ্কর রায়।

আরও পড়ুন: ”বাঞ্ছারামের বাগান’ না করা মস্তবড় ভুল ছিল’

ভালোবাসা, সঙ্গীত আর পাহাড়ের মনকাড়া সৌন্দর্যে বোনা পরিপূর্ণ ছবি ‘সেলাই’। এর আগে ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। নানা কারণে তা পিছিয়ে যায়।

স্বরূপ জানালেন, “ছবিটা টানটান নিউ-এজ লাভ স্টোরি। আমরা এমন এক সম্পর্কের গভীরতা তুলে ধরতে চেয়েছি, যা দর্শক দীর্ঘদিন মনে রাখবেন।”

পরিচালনা ছাড়াও ছবির সঙ্গীত হেঁসেল সামলেছেন স্বরূপ।

১ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘সেলাই’।  


Written and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *