Flashback

রাজেন তরফদারের পরবর্তী ছবি ‘বনপলাশির পদাবলী’

স্টুডিয়ো সংবাদদাতা: ‘জীবন কাহিনী’ (Jiban Kahini) ছবির বড় ধরণের সাফল্যের পর পরিচালক রাজেন তরফদার (Rajen Tarafdar) তাঁর পঞ্চম ছবি শুরু করতে চলেছেন বলে জানা গিয়েছে। রমাপদ চৌধুরীর লেখা ‘বনপলাশির পদাবলী’ (Bon Palashir Padabali) অবলম্বনে আপাতত ছবির চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন রাজেন।

গ্রামীণ পটভূমিকায় বিধৃত প্রধান তিন নারী চরিত্রে অভিনয় করবেন সন্ধ্যা রায়, লিলি চক্রবর্তী ও সুমিতা সান্যাল। পুরুষ চরিত্রগুলিতে কারা অভিনয় করবেন তা এখনও ঠিক হয়নি। একটি চরিত্রে তিনি নিজে অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। নায়কের চরিত্রে সম্ভবত নতুন কোনও অভিনেতাকে দেখা যাবে।

আরও পড়ুন: উভয় সঙ্কটে রাখি মজুমদার?

আগামী মাস থেকে ছবির চিত্রগ্রহণ শুরু হবে। ‘জীবন কাহিনী’র সাফল্যের পর রাজেনের নতুন ছবি নিয়ে স্টুডিয়োপাড়ায় যথেষ্ট কৌতূহল জাগ্রত হয়েছে।    

প্রথম প্রকাশ: অমৃত, শ্রাবণ ১৩৭১


Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *