Flashback

ঋত্বিক ঘটকের পরবর্তী ছবির নায়িকা তাঁর কন্যা?

স্টুডিয়ো সংবাদদাতা: ঋত্বিক ঘটক (Ritwik Ghatak) পরিচালিত ‘যুক্তি তক্কো আর গপ্পো’ (Jukti Takko Aar Gappo) ছবির কাজ শেষ। বাকি কাজ হবে ল্যাবরেটরিতে। তাঁর পরের ছবি কী? ঋত্বিকের ছবি মানেই বাঙালি দর্শকের কাছে বাড়তি প্রত্যাশা আর তাই নিয়ে বাড়তে থাকে কৌতূহল।

শোনা যাচ্ছে এবার এক মর্মান্তিক বাস্তব ঘটনা নিয়ে তিনি চিত্রনাট্য লেখা শুরু করেছেন। এ ঘটনা সংবাদপত্রের নানা খবরের ভিড়ে ছাপা হয়েছিল কিছুদিন ধরে। কৃষ্ণনগরের এক তরুণীকে এক রাতে স্থানীয় মস্তান ছেলেরা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায় একটি পরিত্যক্ত কুঠিতে। ধর্ষণের পর তাকে অজ্ঞান অবস্থায় রেখে পালায়। পুলিশ অপরাধীদের ধরার চেষ্টায় আছে।

আরও পড়ুন: ‘অতটা অ্যাপিল করেনি উত্তমকুমারের অভিনয়’

এই চাঞ্চল্যকর সত্য ঘটনা দুঃসাহসিকভাবে রূপায়িত করতে চান ঋত্বিক। তবে তিনি ঘটনার শেষটুকু খানিকটা বদলে দিয়েছেন। তিনি দেখাবেন হতভাগ্য মেয়েটি আগুনে আত্মাহুতি দিল। ছবির সম্ভাব্য নাম ‘বিষ্ণুপ্রিয়া’। বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী রোজ়ি মেয়েটির মায়ের ভূমিকায় অভিনয় করবেন। নায়িকার ভূমিকায় যদি তেমন কোনও অভিনেত্রীকে পাওয়া না যায় তাহলে ঋত্বিক নিজের মেয়েকে দিয়ে এই চরিত্রে অভিনয় করাবেন বলে মনস্থির করেছেন।

প্রথম প্রকাশ: আনন্দলোক, জানুয়ারি ১৯৭৫


Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *