News

নিজের কোন ছবি সবথেকে পছন্দের, শর্মিলাকে জানিয়েছিলেন সত্যজিৎ

WBFJA Desk: কান চলচ্চিত্র উৎসবে সদ্য দেখানো হয়েছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Din Ratri)। ছবির প্রদর্শনের জন্য কানে গিয়েছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গরেওয়াল। এই প্রথম কানে গেলেন সিমি। ছবি প্রদর্শনের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তাঁরা।

সত্যজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন শর্মিলা। পরিচালকের একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। নিয়েছেন দীর্ঘ টেলিভিশন সাক্ষাৎকারও। নিজের পরিচালিত কোন ছবিগুলি তাঁর সবথেকে পছন্দ, জানতে চেয়েছিলেন শর্মিলা। উত্তরে সত্যজিৎ প্রথমেই বলেছিলেন অপু ট্রিলজির ‘পথের পাঁচালি’, ‘অপরাজিত’ ও ‘অপুর সংসার’-এর কথা। তারপরেই তিনি ‘অরণ্যের দিনরাত্রি’র কথা বলেছিলেন বলে জানিয়েছেন শর্মিলা।

‘অরণ্যের দিনরাত্রি’র শুটিংয়ের অভিজ্ঞতাও স্মৃতিচারণ করেন শর্মিলা। প্রায় সকলেই ওঁকে মানিকদা বলে ডাকত। সত্যজিতের হাতে লেখা চিত্রনাট্য থাকত। কখনও সংলাপ মুখস্থ করতে বলতেন না। একটি বিশেষ দৃশ্যের জন্য আগে থেকে কোনওরকমের প্রস্তুতি নিতে নিষেধ করতেন তিনি। চাইতেন, কিছু প্রতিক্রিয়া যেন অভিনেতাদের স্বতঃস্ফূর্ত হয়।

শর্মিলা ঠাকুর ও সিমি ছাড়াও ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শমিত ভঞ্জ, রবি ঘোষ, কাবেরী বসু ও শুভেন্দু চট্টোপাধ্যায়। একটি বিশেষ দৃশ্যে ছিলেন অপর্ণা সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *