News

ফের বাংলার সুরে শান্তনু মৈত্র

WBFJA Desk: একাধারে স্বাধীনতা সংগ্রামী, ব্যাঙ্ক ডাকাত এবং চলচ্চিত্র প্রযোজক। বর্ণময় চরিত্র অনন্ত সিংহ। সেই চরিত্রের জুতোয় পা গলিয়েছেন জিৎ। ছবির নাম ‘কেউ বলে বিপ্লবী, কেউ ডাকাত’ (Keu Bole Biplobi Keu Bole Dakat), পরিচালনা করছেন পথিকৃৎ বসু।

এবার এই ছবির সঙ্গীত পরিচালনার সঙ্গে যুক্ত হলেন শান্তনু মৈত্র (Shantanu Moitra)। শান্তনুর সুর মানেই সুরেলা ছোঁয়ার পরশ। মেলোডির মূর্ছনা। হিন্দি ছবি সেই ছোঁয়া অনেকবার পেলেও একেবারে বঞ্চিত হয়নি বাংলা ছবির দর্শকও। শান্তনুর সুরে ‘অন্তহীন’, ‘অপরাজিতা তুমি’, ‘বুনোহাঁস’ থেকে হালফিলের ‘প্রধান’, প্রতিবারই নতুনত্বের স্বাদ পেয়েছেন বাংলার সংগীতপ্রেমী।

আরও পড়ুন: দ্বিতীয় সেরা সত্যজিৎ, হতভম্ব দর্শক

সংবামাধ্যমকে শান্তনু বললেন, “ছবির বিষয় দুর্দান্ত। অনন্ত সিংহের যাত্রা আমাকে মুগ্ধ করেছে। পথিকৃৎ এই গল্পকে জীবন্ত করে তুলতে এক অসম্ভব লড়াই করছে। জিতের ছবিতে প্রথমবার কাজ করার ব্যাপারেও মুখিয়ে আছি।”

শান্তনুর সঙ্গে কাজ করা নিয়ে উৎসাহিত পথিকৃৎ। জানালেন, “ইতিহাসের সঙ্গে সুর মিশিয়ে এ ছবির সঙ্গীত পরিচালনা করছেন শান্তনুদা।”


Written by Somnath Laha
Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *