Flashback

উত্তমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সুপ্রিয়ার

স্টুডিয়ো সংবাদদাতা: গত ২০ নভেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিসার খান চিত্রাভিনেত্রী সুপ্রিয়া দেবীর (Supriya Devi) এক আবেদনের ভিত্তিতে অভিনেতা অরুণ কুমার চট্টোপাধ্যায় ওরফে উত্তমকুমারের বিরুদ্ধে আনা ১৪৪ ধারার মামলা তুলে নেওয়ার আদেশ দিয়েছেন। সুপ্রিয়া দেবীর ভাই অনিল কুমার বন্দ্যোপাধ্যায় সেদিন আদালতের কাছে আবেদন করে বলেন, তাঁর বাড়িতে উত্তমকুমার (Uttam Kumar) দ্বারা শান্তিভঙ্গের কোনও আশঙ্কা নেই এবং সেরকম কোনও কাজ অভিনেতা করেননি। যেহেতু শান্তিভঙ্গের আশঙ্কা নেই, তাই পার্ক স্ট্রিট থানার তরফ থেকে কোনও তদন্তেরও প্রয়োজন নেই বলে আদালতকে জানান অনিলবাবু।

আবেদনকারীর পক্ষ থেকে আরও বলা হয় যে উভয়পক্ষের স্বার্থে সুপ্রিয়া দেবী এই মামলা আর চালাতে চান না এবং তিনি অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন। তাঁর বোন আর মামলা চালাতে ইচ্ছুক নন বলে আদালতকে জানান অনিলবাবু। আবেদনকারী মামলা বন্ধ করে দেওয়ার প্রার্থনা করেন।

আরও পড়ুন: ‘সংসার সীমান্তে’ নিয়ে হতাশ রাজেন তরফদার

এর আগে সুপ্রিয়া দেবীর পক্ষে অনিলবাবুর এক দরখাস্তের ভিত্তিতে, আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৪ (২) ধারাবলে ৩ নং ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবীর বাড়িতে প্রবেশ করা থেকে বিরত থাকা ও তাঁকে যেন বিরক্ত করা না হয়, এই মর্মে উত্তমকুমারের প্রতি আদেশ দিয়েছিল।

প্রথম প্রকাশ: ঘরোয়া, অগ্রহায়ণ ১৩৮৬


Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *