Flashback

দীনেন গুপ্তর ছবিতে উত্তমকুমার

স্টুডিয়ো সংবাদদাতা: নির্মীয়মান ‘আবদাল্লা-মর্জিনা’* রঙিন ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে চলেছেন উত্তমকুমার (Uttam Kumar)। এ ছবির প্রাথমিক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। জুন মাস থেকে নিয়মিত চিত্রগ্রহণ শুরু হবে। পরিচালনার দায়িত্বে রয়েছেন দীনেন গুপ্ত। 

এই ছবিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন রবি ঘোষ ও নবাগতা মিঠু মুখোপাধ্যায়। এই মুহূর্তে রবি ঘোষ টালিগঞ্জের অন্যতম ব্যস্ত শিল্পী। তাঁর হাতে একাধিক ছবি।

আরও পড়ুন: ‘কেউ ডেকে জিজ্ঞাসা করে না, কি রে খেয়েছিস?’

আরব্য রজনীর বিখ্যাত ‘আলিবাবা ও ৪০ চোর’ অবলম্বনে এ ছবির চিত্রনাট্য লিখেছেন বিশিষ্ট নাট্যকার মন্মথ রায়।

শোনা যাচ্ছে মুস্তাফা** নামক একটি চরিত্রে উত্তমকুমারকে দেখা যাবে। এ ব্যাপারে অবশ্য দীনেনবাবু খোলসা করে কিছু বলেননি। ছবিতে উত্তমকুমার অভিনীত চরিত্রটা তিনি সম্ভবত চমক হিসেবে রাখতে চান।

প্রথম প্রকাশ: অমৃত, জ্যৈষ্ঠ ১৩৭৭

*দীনেন গুপ্ত পরিচালিত ‘মর্জিনা আবদাল্লা’ মুক্তি পায় ১৯৭৩ সালে
**মুস্তাফার চরিত্রে অভিনয় করেন জহর রায়


Edited and Published by Prabuddha Neogi

আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন

WBFJA

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *